বাংলাহান্ট ডেস্ক : যাওয়ার আগেই কাঁপিয়ে যাবে শীত। বঙ্গের শীতকাল প্রায় শেষের মুখে। ঘূর্ণাবর্তের জেরে দিন কয়েক আগে অবধিও ভরা মাঘে ছাতা-রেনকোট নিয়ে বেরোতে হয়েছে রাজ্যবাসীকে। তবে এবার শেষ বেলায় খেল দেখাচ্ছে শীত। প্রবল উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা একধাক্কায় নেমেছে ৫°। এরকম আবহাওয়াই আপাতত আগামী কয়েকদিন চলবে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১২° সেলসিয়াস
আদ্রতা : ৯১%
বাতাস : ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৫%
আজকের আবহাওয়া
জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। উত্তরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমেছে প্রায় ৫° সেলসিয়াস। ভরা মাঘের শীতে জবুথবু শহরবাসী। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে মে ২২° সেলসিয়াস এবং ১২° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯১%। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আরও কমতে চলেছে উত্তরবঙ্গের তাপমাত্রা। আগামী ২দিন স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। তবে বুধবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার অবধি পরিষ্কার ঝকঝকে থাকবে পাহাড়ের আকাশ।
আগামী বেশ কয়েকদিন পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। যার জেরে আরও বেশি করে অনুভুত হবে শীত। মঙ্গলবারের পর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও রৌদ্রজ্বলই থাকবে আকাশ।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। আজ থেকেই আবারও কমবে রাতের তাপমাত্রা। কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। হালকা কুয়াশা থাকবে সকালে।