বহু টাকা নয়ছয়, কোষাগার ভরছে না সরকারের! প্রশাসনিক বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে তোলাবাজি নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। এবার ঘুরপথে সেই তোলাবাজির বিরুদ্ধে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে এ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে ট্রাক টার্মিনাসগুলো থেকে রাজ্য সরকারের কোষাগারে যেই রাজস্ব আসার কথা, তা আসছে না।

মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক বৈঠক থেকে এও বলেন যে, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে সীমান্তবর্তী সমস্ত ট্রাক টার্মিনাসগুলি পরিবহণ দফতরের তত্বাবধানে চলে যাবে। তিনি বলেন, প্রাইভেটের নাম করে এতদিন যে খাওয়া হচ্ছিল, তা আর চলবে না।

মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, ট্রাক টার্মিনাস থেকে টাকা তুলে নিজের পকেট ভরানো হচ্ছে। এত সরকারের কোনও লাভ হচ্ছে না, আর কোষাগারও ভরছে না। তাই এবার থেকে এসব বন্ধ হবে। তিনি এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখার নির্দেশ দেন। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককেও এই নিয়ে দায়িত্ব দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষের কল্যাণে রাজ্য সরকারের তরফ থেকে বহু প্রকল্প চলছে। সরকার যদি এই সময় ঠিকমতো রাজস্ব না পায়, তাহলে সেই প্রকল্পগুলো চলবে কীভাবে? তিনি বলেন, প্রশাসন একটু বেশি কড়াকড়ি করলেই সমান্তবর্তী এলাকাগুলো থেকে রাজস্ব আসছে। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে, আগামী দিনে আপাতত কোনও প্রকল্প আসছে না। তিনি বলেন, যেগুলো সম্পূর্ণ হয়েছে, সেগুলো আগে সম্পূর্ণ করতে হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর