নগ্নতা-যৌনতার অবাধ অনুমতি! শুরুর আগেই বিতর্ক তুঙ্গে কঙ্গনার নতুন শো নিয়ে

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে চর্চার কেন্দ্রে এখন একটাই নাম, কঙ্গনা রানাওয়াত (kangana ranaut)। না, নতুন করে কোনো বিতর্কিত মন্তব‍্য তিনি করেননি। আসলে যেদিন থেকে নতুন রিয়েলিটি শোয়ের ঘোষনা হয়েছে, সেদিন থেকেই সংবাদ শিরোনামে ঘোরাফেরা করছে ‘কুইন’ অভিনেত্রীর নাম। এই প্রথম কোনো রিয়েলিটি শোয়ের (reality show) সঞ্চালিকা হিসাবে আত্মপ্রকাশ করছেন কঙ্গনা। চর্চা তো হতেই হবে।

একতা কাপুরের প্রযোজনায় নতুন রিয়েলিটি শোটির নামেই রয়েছে অভিনবত্ব। ‘লক আপ: ব‍্যাডঅ‍্যাস জেল, অত‍্যাচারী খেল’, এই শোয়েরই সঞ্চালিকার আসন অলঙ্কৃত করবেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনি। শোয়ের যেটুকু তথ‍্য প্রকাশ‍্যে এসেছে তাতেও অবশ‍্য যথেষ্ট বিতর্কের মালমশলা রয়েছে। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, শোতে প্রতিযোগীদের ৭২ দিনের জন‍্য একটি জেলে বন্দি করে দেওয়া হবে। কঙ্গনা থাকছেন জেলারের ভূমিকায়।

Kangana Ranaut 3
আরো যা জানা যাচ্ছে, ২৪ ঘন্টা ধরেই নাকি দর্শকরা দেখতে পাবেন জেলের মধ‍্যে কয়েদি থুড়ি প্রতিযোগীরা কী করছেন। শুধু তাই নয়, তাদের কাণ্ডকারখানাতেও নাকি কোনো লাগাম টানার বালাই থাকছে না। সূত্র বলছে, এমন সম্ভাবনাও থাকছে যে প্রতিযোগীদের নিজের খাবার ও বিছানার জন‍্যও লড়াই করতে হতে পারে।

উপরন্তু শোটি সম্প্রচারিত হবে OTT প্ল‍্যাটফর্মে। তাই কোনো দৃশ‍্য কাটছাঁট করার কোনো ব‍্যাপার থাকছে না। অর্থাৎ কঙ্গনার নতুন শোতে নগ্নতা বা যৌনতা সবটাই ঘটবে দর্শকদের চোখের সামনে। যেমন খুশি পোশাক পরতে পারেন প্রতিযোগীরা। নির্মাতারা নাকি কোনো রাখঢাক করতে রাজি নন।

এবার প্রশ্ন হচ্ছে, জেলে বন্দি হতে রাজি হবেন কারা? বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ইতিমধ‍্যেই কিছু নাম উঠে আসছে সম্ভাব‍্য প্রতিযোগী হিসাবে। তালিকায় রয়েছে পুনম পাণ্ডে, প্রতীক সেহজপাল, রোহমান শল, মিশা আইয়ার, ইশান সেহগল, ওম স্বামীর মতো পরিচিত নাম। যদিও এখনো চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা প্রকাশ‍্যে আসেনি, তবে কঙ্গনার শোয়ের জন‍্য উন্মাদনা যে এখন থেকে বেশ চড়া তা বোঝা যাচ্ছে স্পষ্ট।

Niranjana Nag

সম্পর্কিত খবর