মাত্র ১ রানের জন্য সচিনকে টপকানো হলো না রোহিত শর্মার, বিপাকে ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মাকে বর্তমান বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে গণ্য করা হয়। তার দৃষ্টিনন্দন ব্যাটিং দিয়ে সবার মন জয় করেছেন তিনি। এহেন রোহিত শর্মা জাতীয় দলের অধিনায়ক হিসাবেও দুর্দান্ত শুরু করেছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি শিরোজ জয়ের পর রোহিতের ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে ওয়ান ডে সিরিজও জিতেছে। এমন পরিস্থিতিতে এখন তার চোখ ক্লিন সুইপের দিকে। আজ সিরিজের ফল ৩-০ করার লক্ষ্যে নেমেছিল রোহিতরা। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনার হিসাবে দুই ভারতীয় তারকা সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও হারালেন রোহিত শর্মা।

ওপেনার হিসেবে প্রায় প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশের বিরুদ্ধেই অনেক রান করেছেন রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিত শর্মা এই ম্যাচের আগে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট ১০১১ রান করেছিলেন। ভারতীয় ওপেনারদের মধ্যে সচিন টেন্ডুলকারের নামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০২৪ রান রয়েছে। এতদিন ১০১৫ রান নিয়ে ভারতীয় ব্যাটার হিসাবে দুই নম্বরে ছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। আর ১৪ রান করলে সচিনকে টপকে যেতে পারতেন রোহিত। কিন্তু আজ মাত্র ১৩ রান করে আউট হওয়ায় সচিনকে ছুঁয়ে ফেললেও তাকে টপকানো হলো না রোহিতের।

rohit sachin

আলঝারি জোসেফের বলে আজ মাত্র ১৩ রান করে আউট হন রোহিত। বলের বাউন্স বুঝতে ভুল করায় ইনসাইড এজ লেগে বল উইকেট ফেলে দেয়। প্রথম ম্যাচে ৬০ রান করার পর টানা দুই ম্যাচে রান নেই রোহিতের ব্যাটে।

অবশ্য শুধু রোহিত নন, সেই একই ওভারে আলঝারি জোসেফেরই একটি নির্বিষ বল লেগ-সাইডে ফ্লিক করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন বিরাট কোহলি। চলতি সিরিজে তিন ম্যাচে মাত্র ২৬ রান করেছেন তিনি। তার কয়েক ওভার পরেই ২৬ বলে মাত্র ১০ রান করে ওডেন স্মিথের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আজ দলে ফিরে আসা শিখর ধাওয়ান। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৫৪। ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার এবং রিশভ পন্থ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর