বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান বাজারে অগ্নি মুল্য পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সাংসারিক কাজে ব্যবহৃত সমস্ত পণ্য। গ্যাস সিলিন্ডার কিনতেও হাসফাস অবস্থা মধ্যবিত্তের। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কিন্তু যদি বলি এবার মাত্র ৬৩৩ টাকাতেই গ্যাস সিলিন্ডার পেতে পারেন আপনি? অবিশ্বাস্য হলেও সত্যি। ইন্ডেন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন এই কম্পোজিট সিলিন্ডার, যা পাওয়া যাবে মাত্র ৬৩৩.৫ টাকাতেই। আপনি যদি এখন নতুন করে গ্যাসের গ্যাসের পরিষেবা নিতে চান তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে।
এই নতুন সিলিন্ডারের বিশেষত্ব বলতে গেলে, সিলিন্ডারটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব সহজ হবে। কারণ সিলিন্ডারগুলি অত্যন্ত হালকা ওজনের। এছাড়াও ১০ কেজি করে গ্যাস থাকবে প্রতিটি সিলিন্ডারে। যার কারণে এত সস্তায় পাওয়া যাবে এই সিলিন্ডার। একই সঙ্গে প্রতিটি সিলিন্ডার স্বচ্ছ হবে। আপনার পরিবার যদি ছোট হয় তাহলে এটি আপনার জন্য দারুণ খবর অবশ্যই।
দেশের সরকারি মালিকানাধীন সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে বর্তমানে শুধুমাত্র 28টি শহরে পাওয়া যাচ্ছে এই কম্পোজিট সিলিন্ডার। তবে শীঘ্রই সমস্ত শহরেই তা পাওয়া যাবে বলেই জানানো হয়েছে। IOCL ওয়েবসাইট অনুসারে, এই সিলিন্ডারের দাম মুম্বইতে ৬৩৪ টাকা, কলকাতায় ৬৫২ টাকা, চেন্নাইতে ৬৪৫ টাকা, লখনউতে ৬৬০ টাকা,ইন্দোরে ৬৫৩ টাকা, ভোপালে ৬৩৮ টাকা, গোরক্ষপুরে ৬৭৭ টাকা।
অন্যদিকে, দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকা, কলকাতায় ৯২৬ টাকা, মুম্বইতে ৮৯৯.৫০ টাকা ও চেন্নাইতে ৯১৫.৫ টাকা
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১৯৯৮.৫০ টাকা, কলকাতায় ২০৭৬ টাকা, মুম্বইতে ১৯৪৭.৫০টাকা,চেন্নাইতে ২১৩১ টাকা।