যাত্রীদের সুবিধার্থে লোকাল ট্রেনের টাইমিংয়ে বড়সড় বদল, জারি হল নতুন নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউয়ের কারণে রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। প্রথমে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল ট্রেনের টাইম টেবিল। যদিও, কদিন পরেই সেই নিয়ম প্রত্যাহার করে রাত ১০টা পর্যন্ত ট্রেনের টাইম বাড়ানো হয়েছিল। এঁর এবার করোনার দাপাদাপি কমার কারণে ফের সেই নিয়মে বদল আনা হোল।

এখন থেকে রাত ১০টার পরিবর্তে মধ্যরাত ১২টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। এছাড়াও যাত্রীদের জন্য যেই কড়া নিয়ম জারি ছিল, তা অপরিবর্তিত থাকবে।

রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ‘রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী এখন থেকে সমস্ত লোকাল, EMU এবং সাবার্বান ট্রেন ৭৫ শতাংশ যাত্রী নিয়ে সকাল ৫টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চালু থাকবে।”

রেল আরও জানিয়েছে যে, ‘দূরপাল্লার ট্রেন, মেল বা এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, পার্সেল ট্রেন সময় অনুযায়ী চলবে।” এছাড়াও যাত্রীদের কোভিড নিয়ম পালন করার পরামর্শও দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের যে অনেক সুবিধা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, অনেকেই এখন প্রশ্ন তুলছে যে, রাত ১২টার পর ট্রেন বন্ধ রাখার কারণ কী?

Koushik Dutta

সম্পর্কিত খবর