বাদ কোহলি-পন্থ! এবার এভাবে দল সাজাবেন রোহিত, দেখুন তৃতীয় ম্যাচে কেমন হবে ভারতীয় একাদশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও যথারীতি অনুষ্ঠিত হবে কলকাতার মাঠে। কিন্তু সেই তৃতীয় ম্যাচের আগেই দল থেকে বেরিয়ে গেছেন বিরাট কোহলি ও রিশভ পন্থ। তৃতীয় ম্যাচে জিতে টি টোয়েন্টি সিরিজেও ক্লিন সুইপ করতে চাইছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এ জন্য অধিনায়ক রোহিত শর্মা দলে দুই নতুন খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব বিকল্পই বাজিয়ে দেখে নিতে চান রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষান। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১০০ এর নীচে স্ট্রাইক রেটে ৩৫ এবং দ্বিতীয় ম্যাচে ১০ বলে ২ রান করেন তিনি। বিরাট যেহেতু বাদ পড়ে গিয়েছেন তাই অধিনায়ক রোহিত শর্মা তাকে আরেকটি সুযোগ দিতে পারেন। ঈশানকে উইকেটরক্ষকের ভূমিকায়তেও দেখা যাবে রিশভের জায়গায়। সেই সঙ্গে ওপেনার হিসাবে দলে ঢুকবেন ঋতুরাজ গায়কোয়াড।

   

rituraj 1720x1000

তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে হঠাৎ করেই বায়ো বাবল ব্রেক দিয়েছে বিসিসিআই। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সহ শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও থাকছেন না তিনি। এমন পরিস্থিতিতে অনেকে এটাও মনে করছেন যে তৃতীয় টি টোয়েন্টিতে ঋতুরাজ নন, বরং ছন্দে থাকা শ্রেয়াস আইয়ার কোহলির বদলে দলে আসতে পারেন। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন আইয়ার। কোহলির মতো, তিনি ধীরে ধীরে বড় ইনিংসের ভিত গড়তে পটু। এখন পর্যন্তও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

শ্রেয়স আইয়ার ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ইনিংস খেলে দলে নিজের জন্য জায়গা তৈরি করতে চান শ্রেয়স।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর