বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে। তা সত্ত্বেও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে বিগত চার মাস ধরে ভারতের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি।
এই প্রসঙ্গে ICICI Securities-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত দুই মাসে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে সরকারি মালিকানাধীন খুচরো তেল কোম্পানিগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। যার জেরে তেল কোম্পানিগুলিকে শুধুমাত্র খরচ মেটানোর জন্য চলতি মাসের ১৬ মার্চ বা তারও আগে প্রতি লিটারে ১২.১ টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াতে হতে পারে।
ICICI Securities আরও জানিয়েছে যে, সঠিক মুনাফার জন্য তাদের প্রতি লিটারে ১৫.১ টাকা দাম বাড়াতে হবে। পাশাপাশি, প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৮৫ শতাংশ আমদানি করে। তাই, অভ্যন্তরীণ স্তরে পেট্রোল এবং ডিজেলের দাম বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম দ্বারা প্রভাবিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে, দেশীয় বাজারে দীপাবলির পর থেকে দাম না বাড়ার কারণে খুচরো তেল সংস্থাগুলির নেট লাভ ৩ মার্চ পর্যন্ত প্রতি লিটারে মাইনাস ৪.২৯ টাকায় পৌঁছেছে। এমতাবস্থায়, যদি পেট্রোল এবং ডিজেলের দাম না বাড়ানো হয়, তবে বর্তমান আন্তর্জাতিক বাজারের নিরিখে এই সংস্থাগুলির নিট মুনাফা ১৬ মার্চের মধ্যে লিটার প্রতি ১০.১ টাকা এবং ১ এপ্রিলের মধ্যে ১২.৬ টাকা প্রতি লিটারের নীচে পৌঁছতে পারে।
এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে উঠেছিল। যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও, এরপরে দাম কিছুটা কমার ফলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১১ ডলারে নেমে আসে। তা সত্ত্বেও তেলের দাম ও খুচরো বিক্রির হারের মধ্যে ব্যবধান বাড়ছে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অবাধে তেল রপ্তানি করতে পারছে না। বর্তমানে এটি মাত্র ৬৬ শতাংশ তেল রপ্তানি করছে। রাশিয়া থেকে তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১৮৫ ডলারে পৌঁছাতে পারে।
পাশাপাশি, পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল (PPAC) অনুসারে, ভারত যে অপরিশোধিত তেল ক্রয় করে তার দাম গত ৩ মার্চ ব্যারেল প্রতি বেড়ে ১১৭.৩৯ ডলারে পৌঁছেছে। ২০১২ সালের পর এই দাম সর্বোচ্চ। গত বছরের নভেম্বরের শুরুতে, যখন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি বন্ধ করা হয়েছিল, তখন অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি ৮১.৫ ডলার। এই ভাবে মাত্র চার মাসে অপরিশোধিত তেলের দাম ৩৫.৮৯ ডলার বেড়ে গিয়েছে।