এই কারণেই অভিনয়কে বিদায়! ‘দাদাগিরি’তে সিরিয়াল ছাড়ার আসল কারণ জানালেন মিশমি

বাংলাহান্ট ডেস্ক: এক মাস হয়ে গেল অভিনয়কে বিদায় জানিয়েছেন মিশমি দাস (Mishmee Das)। সরস্বতী পুজোর পরেই কলকাতা ছেড়েছিলেন তিনি। গোয়ায় সমুদ্রের পাড়েই আপাতত তাঁর ঠিকানা। সঙ্গে গিয়েছেন প্রেমিক বিশাল ভন ও পোষ‍্য মোমো। তবে সম্প্রতি ফের টেলিভিশনের পর্দায় দেখা যায় মিশমিকে।

‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের টিমের সঙ্গে খেলতে এসেছিলেন তিনি। তবে এটি সাম্প্রতিক সময়ে শুট করা নাকি আগের শুটিং তা জানা যায়নি। খেলার মাঝে ঊর্মি সাত‍্যকির ছোট ঠাম্মি অর্থাৎ অভিনেত্রী মানসী সিনহা সৌরভকে জানান, মিশমি অভিনয় ছেড়ে দিচ্ছেন। খুব অবাক হয়ে পর্দার রিনিকে এমন সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করেন সঞ্চালক।

IMG 20220307 201145
মিশমি জানান, লকডাউনের সময়েই একটি বিষয় উপলব্ধি করেছিলেন। তিনি বলেন, “আমরা সবসময় নিজেদের কাজে ব‍্যস্ত রাখি। সবকিছুর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে কাজে মন দিই। কিন্তু যখন কাজ থাকে না তখন সবটা কেমন খালি খালি লাগে। তাই আমার মনে হয় বিরতি নেওয়া জরুরি, দুটো দিক ব‍্যালেন্স করার জন‍্য।” সৌরভও মিশমির সঙ্গে সহমত হয়েছেন এই বিষয়ে।

মাস কয়েক আগে গোয়ায় ঘুরতে গিয়ে বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন মিশমি। তাই নিয়ে রীতিমতো কুৎসিত ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এদিন দাদাগিরিতে সেই প্রসঙ্গও তোলেন মিশমি। সৌরভ জিজ্ঞাসা করেন, মিশমি কি খুব একটা সমুদ্রের পাড়ে যান না?

https://www.instagram.com/tv/Cay94ZwKOWD/?utm_medium=copy_link

প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলে ওঠেন,  “খুব যাই। কিন্তু শেষবার যা হল!” মিশমি আরো জানান, সোশ‍্যাল মিডিয়ায় কিছু মানুষ খুব বাজে ভাবে আক্রমণ করেছিলেন তাঁকে। কিন্তু তাতে দমেননি মিশমি। তাঁর স্পষ্ট কথা, যে বিষয়টা নিয়ে তাঁকে যত ট্রোল করা হবে ততই তিনি সেটা আরো বেশি করে করবেন। সৌরভও বলেন, সোশ‍্যাল মিডিয়া আসলে একটা পাঞ্চিং ব‍্যাগের মতো।

https://www.instagram.com/p/CazFG1VLx3g/?utm_medium=copy_link

অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে এই পথ যদি না শেষ হয় এবং রিশতো কা মাঞ্ঝা নামে একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছিলেন মিশমি। রিনি চরিত্র থেকে তিনি বিদায় নেওয়ায় মন খারাপ অনুরাগীদেরও। তবে তিনি ফের কবে অভিনয়ে ফিরবেন তা নিজেও জানেন না বলে মন্তব‍্য করেন মিশমি।

Niranjana Nag

সম্পর্কিত খবর