টলিউডে প্রতিভার দাম নেই, প্রযোজক ধরে আনলেই অভিনেত্রী হওয়া যায়, দাবি কনীনিকার

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগৎ নিয়ে অনেক রকম কথা শোনা যায় খাস অভিনেতা অভিনেত্রীদের মুখেই। স্বজনপোষন, নোংরা রেষারেষির মতো বিতর্কিত বিষয় বারে বারে উঠে আসে। কিছুদিন আগেই টলিউডের (Tollywood) কয়েকজন ক্ষমতাশালী পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। এবার ইন্ডাস্ট্রি নিয়ে ফের বিষ্ফোরক অভিনেত্রী।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনীনিকা। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে টলিউড ও সেখানে মহিলাদের সমতা নিয়ে মুখ খোলেন তিনি। কনীনিকার বক্তব্য, শুধুমাত্র বাংলা সিরিয়ালেই নারী কেন্দ্রিক গল্প দেখানো হয়। যদিও সেখানেও বেশিরভাগ সময়েই নারীর শত্রুতা করে একজন নারীই।

Koneenica Bandopadhyay

কনীনিকার দাবি, সিরিয়ালে যত সহজে মহিলারা জায়গা পায় বড়পর্দায় কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। সেখানে মেয়েদের জায়গা নেই। বলিউডে দৃশ্যটা অন্যরকম হলেও টলিউডে শুধুমাত্র যে অভিনেত্রীরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন তারাই সুযোগ পান ছবিতে। নয়তো পার্শ্বচরিত্রে অভিনয় করেই সন্তুষ্ট থাকতে হয়, সে যতই প্রতিভাবান হও না কেন।

কনীনিকাকে ছোটপর্দায় মুখ্য চরিত্রে দেখা গেলেও বড়পর্দায় বহুদিন হয়ে গেল কোনো ছবি করেন না তিনি। অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি প্রযোজক ধরে আনতে পারেন না। তাই সুযোগও পান না। তবে তা নিয়ে তাঁর কোনো ক্ষোভ নেই। তিনি আরো বলেন, কোনো অভিনেত্রীর বিয়ে বা সন্তান হয়ে গেলেই যে তিনি আর নায়িকা হওয়ার যোগ্য নয়, এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার।


Niranjana Nag

সম্পর্কিত খবর