বাংলা হান্ট ডেস্কঃ দুই বছর ধরে বিশ্বজুড়ে চলছে ভয়াবহ করোনা মহামারী। বাদ যায়নি ভারতও। দেশ তথা প্রতিটি রাজ্যই এই ভয়ংকর ভাইরাসের কবলে পড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভেঙে পড়েছে দেশের অর্থনীতিও। তবে, করোনা কাঁটা সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিকের পথে ভারত। ক্ষতি কাটিয়ে এখন লাভের মুখ দেখার প্রস্তুতি।
করোনার মহামারীর জেরে অনেক ক্ষতি হয়েছে বাংলারও। পাশাপাশি যশ, আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগও রয়েছে। তবে, এরই মধ্যে নানান প্রতিকূলতা সরিয়ে আয়ের মুখ দেখেছে বাংলা। গত অর্থ বর্ষের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৩.৭৬ গুণ। শুক্রবার রাজ্যের বাজেটে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবারের বাজেটকে ‘জয় বাংলা” বাজেট বলেও ব্যাখ্যা করেন তিনি।
শুক্রবার অর্থমন্ত্রী হিসেবে রাজ্যের আংশিক বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। গতবার বাজেট পেশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। এবার তিনি এই দায়িত্ব তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্যের কাঁধে। দেখে নিন এবারের বাজেটে কী কী ঘোষণা হল…
- লক্ষ্মীর ভাণ্ডারে ১ কোটি টাকা সাহায্য করার প্রস্তাব রাজ্য বাজেটে।
- উত্তরবঙ্গ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৭৯৩.৪৩ কোটি টাকা।
- পরিবহন, রেজিস্ট্রেশন ফি মুকুবের জন্য বরাদ্দ ১ হাজার ৭৮৮ কোটি টাকা।
- কৃষিক্ষেত্রে ৩৩.২ গুণ বরাদ্দ বৃদ্ধি।
- ২ বছরের জন্য CNG চালিত বাহনে রোড ট্যাক্স ফ্রি।
- ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ ৭৫০ কোটি টাকা।
- পর্যটন ক্ষেত্রে ৪৬৮ কোটি টাকা।
- নগরোন্নয়ন খাতে বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা।
- মোট বাজেট ঘোষণা ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকার।
- বিধাবা পেনশন খাতে বরাদ্দ বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা।
প্রাণী সম্পদ উন্নয়নে এক হাজার ২৬৬ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
ফ্ল্যাট বাড়ি কেনা বেচায় কর ছাড় রাজ্য বাজেটে। স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদবৃদ্ধি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ শতাংশ কর ছাড় মিলবে। সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়।