প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মমতাকে ছাপিয়ে যাবেন অরবিন্দ! কেজরী আতঙ্কে ভুগছে তৃণমূল

বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে আম আদমি পার্টি। কংগ্রেস এবং বিজেপির মতন প্রতিপক্ষরাও দাঁড়াতে পারেনি আপ ঝড়ের সামনে। ফলে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অনেক খানি এগিয়ে এসেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এমনকি চব্বিশের লড়াইতে দিল্লির গদি দখলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পিছনে ফেলে দিতে পারেন তিনি৷ এমনটাই মনে করছে বিরোধী শিবির।

২০১৪ সালের জাতীয় রাজনীতিতে পা রাখতে চেয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সেবার বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়লেও জাতীয় দল হয়ে ওঠা হয়নি আপ এর। ৮ বছর পর ঘুরে দাঁড়িয়ে পাঞ্জাবের দখল নিয়েছেন কেজরিওয়াল। ফলে তাঁকে লম্বা রেসের ঘোড়া হিসেবে ভাবতে বাধ্য হচ্ছে বিরোধীরাও।

অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ঝড়কে আটকে বিরোধী রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন মমতা। তৃণমূল এই সুযোগেই প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছিল তাঁকে। বাংলার বাইরে একাধিক রাজ্যে পা রেখেছে তৃণমূলও। কিন্তু কোথাওই খাতা খোলা সম্ভব হয়নি এখনও। হতাশ করেছে গোয়ার ফলাফলও।

ফলে দিল্লি দখলের লড়াইতে মমতাকে অনেকটাই পিছনে ফেলে দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই গুঞ্জন চারিদিকে। দিল্লি এবং পাঞ্জাবের মতন দুই রাজ্যের ক্ষমতায় থাকা নেতা, আইআইটির ইঞ্জিনিয়ার, প্রাক্তন সরকারি কর্তা, হিন্দিভাষী অরবিন্দ মমতার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন আপামর দেশবাসীর কাছে।

kejriwal mamata

প্রসঙ্গত, এত সহজে যে জমি ছাড়বেন না মমতাও তার ইঙ্গিতও স্পষ্ট। গতকালই পিকে এবং মমতা দুজনের গলাতেই শোনা গেছে এক সুর। বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়েছেন আসল খেলা চব্বিশেই হবে। তাই আগে থেকে কোনও সম্ভাবনার কথাই বলা যে অমূলক সেকথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। কার দখলে যাবে দিল্লি? কে শাসন করবে ভারত সেই দিকেই তাকিয়ে এখন দেশবাসী।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর