বছর ঘুরতেই নতুন সদস‍্য শুভশ্রীর কোলে, মিষ্টি ‘রসগোল্লা’র সঙ্গে পরিচয় করালেন রাজ

বাংলাহান্ট ডেস্ক: মাথা ভর্তি কোঁকড়া কোঁকড়া চুল, বড় বড় চোখ আর মিষ্টি হাসি। এমন ভাবেই ইউভানকে (Yuvaan) দেখে অভ‍্যস্ত ছিল নেটনাগরিকরা। তাই রবিবার হঠাৎ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঁকি মারতেই চক্ষু চড়কগাছ সব্বার।

শুভশ্রীর কোলে ইনি কে? হাসি হাসি মুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে। অথচ মাথায় চুল উধাও। ‘নেড়ুমুণ্ডি’কে দেখে অবাক নেটনাগরিকরা। তাই রাজই আসরে নামলেন পরিবারের নতুন সদস‍্যের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে। ইনি আর কেউ নন। সবার চোখের মণি ইউভান। পুরনো সদস‍্যই হাজির নতুন লুকে।

IMG 20220313 162824
আসলে সবে সবে ১৫ মাসে পা দিয়েছে ইউভান। তাই নিয়ম মেনে কোঁকড়া চুল কেড়ে ছেলেকে ন‍্যাড়া বানিয়ে দিয়েছেন শুভশ্রী। ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘এটা কে? পরিবারের একজন নতুন সদস‍্য। আমাদের ছোট্ট রসগোল্লা ইউভান।’ অন‍্যদিকে শুভশ্রীও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চুলের খোঁজে মাথায় হাত বোলাচ্ছে ইউভান।

https://www.instagram.com/p/CbCMcFepMwN/?utm_medium=copy_link

https://www.instagram.com/tv/CbCK4nspqMl/?utm_medium=copy_link

মজা করে শুভশ্রী লিখেছেন, সব চুল হাওয়া হয়ে গিয়েছে। তবে নেড়ুমুণ্ডি হয়ে ইউভান যে খুব দুঃখে আছে তেমনটা কিন্তু খুব একটা মনে হয় না। কারণ ইতিমধ‍্যেই নিজের লুক বেশ পছন্দ হয়ে গিয়েছে তাঁর। আয়নার সামনে দাঁড়িয়ে জিভ বের করে নিজেই নিজেকে ভেঙাচ্ছে ছোট্ট ইউভান। খুদে তারকার নতুন লুক দেখে আদরে ভরিয়েছেন নেটিজেনরা

Screenshot 2022 03 13 16 14 24 200 com.instagram.androidScreenshot 2022 03 13 16 14 11 721 com.instagram.android
এখন থেকেই ইউভান কিন্তু বয়সের থেকে বেশ এগিয়ে রয়েছে। মাত্র দেড় বছরেই হাতেখড়ি দিয়ে দিয়েছে সে। ফল ফুল পশু পাখি সবই চিনতে শিখেছে। শুধু তাই নয়, ফুটবল খেলা থেকে শুরু করে শরীরচর্চা, গাড়ি, বাইক চালানো সবই পরখ করে দেখে নিয়েছে ইউভান। মায়ের কাছে অভিনয় শিক্ষাও হচ্ছে। এবার শুধু টলিউডের নায়ক হওয়ার পালা।

Niranjana Nag

সম্পর্কিত খবর