সিরিজ জিতে বড় বয়ান রোহিতের, এই দুই ক্রিকেটারকে দিলেন জয়ের কৃতিত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এটি টানা ১৬ তম সিরিজ জয়। এই দুর্দান্ত জয়ের পরে, অধিনায়ক রোহিত গোটা দলের প্রশংসা করেছেন। কিন্তু তাদের মধ্যেও এমন কিছু ক্রিকেটার ছিলেন যাদেরকে রোহিত এই সিরিজের আসল নায়ক মনে করেছিলেন।

সোমবার ম্যাচ জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে শ্রেয়স আইয়ারের একটি বড় দায়িত্ব ছিল, যা তিনি দুর্দান্ত ভাবে পালন করেছেন এবং যত অভিজ্ঞতা বাড়বে ততই শ্রেয়স উন্নতি করবেন। রাহানের জায়গায় দলে সুযোগ পাওয়া শ্রেয়স আইয়ার দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৯২ ও ৬৭ রান করেন। পূজারার জায়গায় তিন নম্বরে নেমেছিলেন হনুমা বিহারী। তিনিও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন সিরিজে।

shreyas iyer

দলের পারফরম্যান্সের প্রশংসা করে রোহিত বলেছেন, “এটি একটি ইতিবাচক পারফরম্যান্স ছিল এবং আমি ব্যক্তিগতভাবে এবং একটি দল হিসাবে এই জয় পুরোপুরি উপভোগ করেছি। আমরা দল হিসেবে কিছু বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে চেয়েছিলাম যা আমরা করেছি। শ্রেয়স ছাড়াও রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং বোলিংয়ের পাশাপাশি একজন ব্যাটার হিসেবেও তিনি উন্নতি করছেন। তিনি দলকে শক্তিশালী করেছেন তিনি একজন চটপটে ফিল্ডারও, অর্থাৎ সম্পূর্ণ প্যাকেজ।”

jadeja

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে সেঞ্চুরি করলেও হেরে যায় তার দল। তিনি বলেন, “ম্যাচ জিতলে খুশি হতাম। আমি জানি আমাদের একটা ভালো দল আছে কিন্তু আমরা ভালো শুরুকে বড় ইনিংসে রূপান্তর করতে পারিনি। বোলিংয়েও আমরা খুব ঢিলেঢালা বল করলাম। ভারত যোগ্য দল হিসাবেই জিতেছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর