মানুষ জানে আমি বিভেদের রাজনীতি করিনা! বিজেপিকে তুলোধোনা বাবুল সুপ্রিয়র

বাংলা হান্ট ডেস্কঃ আসানসোলের লোকসভা ও বালিগঞ্জের বিধানসভা আসনের জন্য ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। লাগু হয়েছে আচরণ বিধিও। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেই মাঠে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। বাবুল সুপ্রিয়র ফেলে আসা আসনসোল কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বলিউড অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা।

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে। এবার সেখানে তৃণমূলের প্রার্থী গায়ক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের এই দুই প্রার্থীর মধ্যে সবথেকে বড় মিল হল, দুজনাই প্রাক্তন বিজেপি নেতা।

একটি দৈনিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন কী কী সমস্যার সম্মুখীন হতে হত তা জানান। তৃণমূল প্রার্থী বলেন, জখন বিজেপি করতাম তখন আমাকে বোলা হত ‘ওই গলিতে যেও না, ওই বুথ এলাকায় যেও না, ওখানে আমাদের ভোটার নেই।”

বাবুল বলেন, বিজেপিতে থাকার সময় আমাকে হিন্দুত্ববাদী রাজনীতি আর ভেদাভেদের মতাদর্শের সঙ্গে মানিয়ে চলতে হত। অনিচ্ছা সত্ত্বেও অনেক ভাষণ দিতে হত। আমি ৮০-২০ এর রাজনীতি করিনি। মানুষের মধ্যে হিংসা ছড়ানোর নোংরা রাজনীতিও করিনি কখনও। রানিগঞ্জ কাণ্ডে আমার দিকে আঙুল তোলা হয়েছিল। সেখানকার ইমাম সাহেব কদিন আগে যা বলেছেন, সেটা আমার এই বক্তব্যকে মান্যতা দেবে।

Untitled design 17 2

বাবুল সুপ্রিয় বলেন, কিছু পুরনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। মনে করিয়ে দিই, আসানসোলের মানুষ আমাকে শুধু ২০১৪ তেই জয়ী করেন নি, আমাকে ২০১৯ এও ২ লক্ষ ভোটে জিতিয়েছেন। সেখানকার মানুষ জানেন, আমি কোনদিনও বিভেদের রাজনীতি করিনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর