বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসান। রবিবার ২০ মার্চ ঘোষিত হল স্টার জলসার জনপ্রিয় শো ‘সুপার সিঙ্গার ৩’ (Super Singer 3) এর বিজেতার নাম। সকলকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন শুচিস্মিতা চক্রবর্তী (Suchismita Chakraborty)। টানা দশ ঘন্টা ধরে চলা সুপার ফিনালে পর্বের প্রধান আকর্ষণ মাধুরী দীক্ষিত বিজেতার ট্রোফি তুলে দেন শুচিস্মিতার হাতে।
সুপার সিঙ্গারের তৃতীয় সিজনের ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান পেয়েছেন মানসী ঘোষ। তৃতীয় স্থান যৌথ ভাবে জিতে নিয়েছেন কুমার গৌরব চক্রবর্তী এবং প্রণয় মজুমদার। পপুলার চয়েস বিভাগে সেরার শিরোপা পেয়েছেন সৌমি ঘোষ। মাধুরীর হাত থেকে পুরস্কার নেন মেদিনীপুরের মেয়ে শুচিস্মিতা। তাঁর মাথায় ওঠে সেরার শিরোপা।
বিজয়ী হয়ে একাধিক পুরস্কার পেয়েছেন শুচিস্মিতা। ছয় লক্ষ টাকার নগদ পুরস্কার তো পেয়ছেনই। পাশাপাশি এদিনের বিশেষ অতিথি অভিনেতা জিতের কাছ থেকে তাঁর আগামী ছবিতে একটি গান গাওয়ার প্রস্তাবও পেয়েছেন তিনি।
দ্বিতীয় স্থানাধিকারী মানসীও পেয়েছেন নগদ ৩ লক্ষ টাকা। এছাড়াও দেবের প্রযোজনা সংস্থার ছবিতে গান গাওয়ার সুযোগ। যৌথ ভাবে তৃতীয় স্থানাধিকারী কুমার গৌরব ও প্রণয় মজুমদার দুজনেই পেয়েছেন ট্রোফি এবং ১ লক্ষ করে টাকা।
গত বছর স্টার জলসায় শুরু হয়েছিল সুপার সিঙ্গার সিজন ৩ এর সফর। প্রাথমিক ধাপে ছিলেন ৩২ জন প্রতিযোগী। সেখান থেকে অন্তিম পর্যায়ে পৌঁছান মাত্র সাত জন। রবিবার দুপুর একটা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত ১০ ঘন্টা ধরে চলেছে সুপার সিঙ্গারের সুপার ফিনালে।
ফিনালে পর্ব আক্ষরিক অর্থেই তারকা খচিত ছিল। তিন বিচারক সোনু নিগম, কৌশিকী চক্রবর্তী এবং কুমার শানু তো ছিলেনই। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, ইলা অরুণ, কবিতা কৃষ্ণমূর্তি, শান, বাদশা, পলক মুচ্ছল, জিৎ এবং দেব। নাচে, গানে দশ ঘন্টা জমজমাট ছিল স্টার জলসা।