বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সন্ধ্যায় রামপুরহাটের জনবহুল এলাকায় তৃণমূলের দাপুটে নেতা তথা উপপ্রধানকে বোমা মেরে খুন করার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। উত্তেজনা এতটাই বেড়ে যায় যে, বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সেই অগ্নিকাণ্ডে বেসরকারি ও সরকারি মতে মৃতের সংখ্যায় বেশ ফারাক দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, অনেকজনের দেহ লোপাট করা হয়েছে। এছাড়াও এই অগ্নিকাণ্ডে আহত তিনজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
ভর্তি তিনজনের মধ্যে ছিল একজন কিশোর। তাঁর নাম কিয়াং শেখ, বয়স ১৪। কিয়াং এই ঘটনার সাক্ষী বলেও জানা গিয়েছে। কিন্তু অবাক করা কাণ্ড হল, মঙ্গলবার কিয়াং আচমকাই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়।
সে পালিয়ে গিয়েছে, না কেউ তাঁকে তুলে নিয়ে গিয়েছে সেটা জানা যায়নি। তবে তাঁর উদ্দেশ্যে খোঁজ চালানো হচ্ছে এবং রামপুরহাট থানায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি নিখোঁজ ডায়েরিও করেছে।