IPL 2022-এর টিকিট নিয়ে জারি বিশেষ আদেশ, জানুন কখন থেকে কাটা যাবে টিকিট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ তম আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ২৬ শে মার্চ লিগের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হবে। এর মধ্যেই লিগের ম্যাচের টিকিট নিয়ে বড় আপডেট দিলো আইপিএল গভর্নিং কাউন্সিল। আগামীকাল অর্থাৎ ২৩ শে মার্চ থেকে আইপিএল ২০২২-এর ম্যাচের টিকিট বিক্রি করা শুরু হবে। এবারে আইপিএল ম্যাচ দেখতে দর্শকদের অনলাইনে টিকিট কিনতে হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সাধারণত, ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে অর্থাৎ ১লা মার্চ থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। তবে এবার স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা নিয়ে নানানরকম আলোচনার কারণে সেই তারিখ পিছিয়ে গেছে। বিসিসিআইয়ের একজন সিনিয়র আধিকারিক সম্প্রতি জানিয়েছেন যে পুনে সহ সমস্ত ভেন্যু এবং ম্যাচের টিকিট আগামীকাল অর্থাৎ ২৩শে মার্চ থেকেই শুরু হওয়া উচিত।

tata ipl 1

স্টেডিয়ামে দর্শকদের বসার ক্ষমতা নিয়ে বিসিসিআই এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে আলোচনা চলছে। মহারাষ্ট্র সরকার এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এর জন্য মাত্র ২৫ শতাংশ দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে, যেখানে বিসিসিআই চায় করোনার ঘটনা হ্রাসের পরে দর্শকদের বসার ক্ষমতা ৪০ শতাংশে উন্নীত করা হোক। দর্শকরা কাল থেকে থেকে iplt20.com এবং Bookmyshow.com থেকে অনলাইনে IPL 2022-এর ম্যাচের টিকিট কিনতে পারবেন।

কালকের ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সম্পূর্ণ সুস্থ দল নিয়ে ভালো শুরু করতে মরিয়া কেকেআর। অপরদিকে চোটের জন্য তারকা পেসার দীপক চাহার-কে পাবেন না ধোনি। তাই একটু চাপে সিএসকে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর