ওঁরা কখনই ভারত মাতার জয়গান করবে না! কর্ণাটকে এবার মাদ্রাসা বন্ধের দাবি বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকে হিজাব বিতর্ক এখনো পুরোপুরি থামেনি আর এবার মাদ্রাসা নিয়ে নতুন বিতর্ক শুরু হলো। কর্ণাটকের বিজেপি বিধায়ক রেণুকাচার্য রাজ্যে মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী বসভরাজ বোম্মাই এবং সেখানকার শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলেন। রেণুকাচার্য মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “রাজ্যে মাদ্রাসার কী প্রয়োজন?” কর্ণাটক রাজ্যের বিধায়ক রেণুকাচার্য বলেন যে, হয় মাদ্রাসগুলিকে নিষিদ্ধ করা উচিত নয়তো রাজ্যের অন্যান্য স্কুলে যা শেখানো হয় মাদ্রাসাতেও তাই শেখানো উচিত।

কর্ণাটকে হিজাব বিতর্কের জন্য কংগ্রেসকে দায়ী করে রেণুকাচার্য প্রশ্ন করেন যে, “দেশের বৃহত্তম দল হয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করা উচিত কিনা?” তিনি আরও বলেন, “রাজ্যে মাদ্রাসার প্রয়োজন কী? নিরপরাধ সকল শিশুদের উস্কানি দেওয়ার জন্য কী মাদ্রাসা চালিয়ে যেতে হবে?” তিনি দাবি করেছিলেন যে, মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা ভবিষ্যতে দেশের বিরুদ্ধে যাবে এবং তারা কখনোই ‘ভারত মাতা কি জয়’ বলবে না।

এম.পি. রেণুকাচার্য কংগ্রেসের সিনিয়র নেতা জমির আহমেদ খান এবং মি. খাদরকেও কটাক্ষ করেন। তিনি বলেন, “কিছু দেশবিরোধী মানুষ কর্ণাটক বন্ধের দাবি করেছিল। সরকার কি এটা সহ্য করতে পারে নাকি? এটা কি পাকিস্তান বা অন্য কোনো ইসলামিক দেশ? এটা কিছুতেই সহ্য করা হবে না।”

7vi7e8hs karnataka bjp mla mp renukacharya

এখনো যেখানে দেশে হিজাব বিতর্ক চলছে সেখানে মাদ্রাসা বিতর্ক যে সমস্যা আরো বাড়াবে, তা বলতে হয়। জানুয়ারিতে হিজাব পরার জন্য কর্ণাটকের একটি সরকারি কলেজে কিছু মেয়েকে প্রবেশ করতে দেওয়া হয়না। এখান থেকেই হিজাব নিয়ে বিতর্ক শুরু হয় যা পরবর্তীতে দেশের রাজনীতিতে ছড়িয়ে পরে। কর্ণাটক হাইকোর্ট এই বিষয়ে রায় দিয়ে জানায় শিক্ষার্থীরা হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেনা। যদিও এরপরেও দেশের বিভিন্ন প্রান্তে এর প্রভাবে আন্দোলন এখনো বর্তমান আর এবার মাদ্রাসা নিয়ে বিজেপি নেতার এহেন দাবি রাজ্যের পরিস্থিতির আরো ক্ষতি করতে চলেছে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর