একটু হলেও পুকুরে পরছিল শিশু, আগেই উদ্ধার করল কুকুর! তুলে আনল বলও! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: পোষ্য হিসেবে কুকুরের সাথে মানুষের সম্পর্ক বহুদিনের। প্রাচীন কাল থেকেই এই চিরকালীন সম্পর্কের খোঁজ পেয়েছি আমরা। অবলা প্রাণী হলেও কুকুরের প্রভুভক্তি এবং বিশ্বাসযোগ্যতা অবাক করে দেয় সবাইকে। এমনকি, বিপদের সময়ে নিজের প্রাণকে তুচ্ছ করেই তারা বাঁচিয়ে তোলে মানুষের প্রাণও। এক কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় এই প্রাণীকে।

কারণ, সারমেয়রা বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এই দুনিয়ায় তাদের মত নির্ভরযোগ্য বন্ধু খুব কমই থাকে। আর সেই কারণেই প্রিয় পোষ্যের প্রতি যত্নশীল হন সকলেই। সম্প্রতি নেটমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাড়ির এক পোষ্য সারমেয়র “কেয়ারিং” স্বভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমনকি, একটি ছোট বাচ্চা ছেলেকে কার্যত জলে পড়ার হাত থেকেই বাঁচিয়ে দিয়েছে এক কুকুর। আর এই ভিডিও দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা।

আসলে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমনই একটি মাধ্যম যেখানে প্রতিদিনই কয়েক হাজার ভিডিও ভাইরাল হতে থাকে। কিন্তু, সেগুলির মধ্যেই এমন কিছু কিছু ভিডিও থাকে যেগুলি দেখে রীতিমত অবাক হতে হয় সবাইকে। এছাড়াও, বাড়ির পোষ্য সংক্রান্ত কোনো ভিডিও নেটমাধ্যমে এলেই তা কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছে। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, বাড়ির বাগানে দু’টি শিশু একে অপরের সাথে একটি বল নিয়ে খেলছে। তাদের ঠিক কিছুটা দূরেই বসে রয়েছে সারমেয়টি। এছাড়াও, একটি কৃত্রিম জলাশয়ও দেখা গিয়েছে ভিডিওটিতে। এমতাবস্থায়, খেলতে খেলতে হঠাৎই সেই বলটি পড়ে যায় জলাশয়টিতে। যার ফলে বাচ্চা ছেলেটি সেটি আনতে গিয়ে রীতিমত ধারে চলে যায় জলাশয়টির।

ঠিক সেই মুহূর্তেই বিপদের আঁচ বুঝতে পেরে সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে গিয়ে বাচ্চাটির টি-শার্ট মুখে করে ধরে তাকে জলাশয়ের কাছ থেকে টেনে নিয়ে আসে সারমেয়টি। তবে, এখানেই শেষ নয়, বরং, হুবহু মানুষের মত সেখান থেকে বলটিকেও অবলীলায় উদ্ধার করে নেয় ওই কুকুরটি।

https://youtu.be/piNQbo1-aMM

এদিকে, এই ভিডিওটিই এখন তোলপাড় করে দিচ্ছে নেটমাধ্যম। ৪৭ সেকেন্ডের এই ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শক সংখ্যা এবং লাইক। পাশাপাশি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিপদের আঁচ বুঝতে পেরে কুকুরটি যেভাবে ওই বাচ্চাটিকে রক্ষা করল তাতে সকলেই অবাক হয়েছেন। এছাড়াও, সারমেয়টির প্রশংসাও করেছেন নেটাগরিকরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর