আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, নবদম্পতিকে সোনার বদলে পেট্রোল ডিজেল উপহার দিলো বন্ধুরা

বাংলাহান্ট ডেস্ক : আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি। প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। এহেন অবস্থায় কার্যতই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। আকাশ ছোঁয়া দাম দুধ, সবজি, ওষুধ সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এবার এই মূল্যবৃদ্ধির প্রভাব দেখা গেল বিয়ে বাড়িতেও। মূল্যবৃদ্ধির বাজারে বন্ধুর বিয়েতে অন্যান্য দামি জিনিসের বদলে বোতলে পেট্রোল এবং ডিজেল উপহার দিলেন বন্ধুরা। নববিবাহিত দম্পতিকে এই উপহার দেওয়ার মাধ্যমে প্রতীকী উপায়ে যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা তা বলাই বাহুল্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।

চেঙ্গলপাট্টু জেলার চেয়ুর গ্রামে এক দম্পতির বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে তাঁদেরকে উপহার স্বরূপ পেট্রোল এবং ডিজেল দিয়েছেন। উল্লেখ্য, সে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম বর্তমানে ১১০.৮৫ টাকা প্রতি লিটার এবং ১০০.৯৪ টাকা প্রতি লিটার। বিয়ের অনুষ্ঠানে উপহারে মূলত সোনা কিংবা সমতুল্য কোনও মূল্যবান উপহার দেওয়াই রেওয়াজ। কিন্তু পেট্রোল ডিজেলকে কার্যতই সোনার সঙ্গে তুলনা করেই দম্পতিকে এই উপহার দিয়েছেন তাঁদের বন্ধুরা।

মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। এই মূল্যবৃদ্ধি মে মাসেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। ভারতের দুটি বড় তেল বিপণন সংস্থা সৌদি আরামকোর কাছ থেকে কম পরিমাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই এই মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে খবর , সম্প্রতি এশিয়ার জন্য অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে সৌদি আরামকো। এ কারণেই এশিয়া জুড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থির জেরেই মে মাসে কম পরিমাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অপরিশোধিত তেল শোধনাগার সংস্থাগুলি। তবে চুক্তির আওতাভুক্ত সংস্থাগুলি সাধারণ পরিমানের তেলই কিনবে।

উল্লেখ্য, শুক্রবার দেশে বাড়েনি পেট্রোল ডিজেলের দাম গত ২২ মার্চ থেকে মোট চারদিন বাদে বাকি প্রতিদিনই বেড়েছে জ্বালানি তেলের দাম। এর আগে বুধবারই ৮০ পয়সা করে লিটার পিছু দাম বেড়েছিল জ্বালানি তেলের। একই সঙ্গে বাড়ছে রান্নার গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাসের দামও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর