বাংলাহান্ট ডেস্ক : বড়সড় ডিজিট্যাল হামলা যোগীরাজ্যে। হ্যাক করে নেওয়া হল যোগী আদিত্যনাথের দপ্তরের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। আর তা জানাজানি হওয়ার পরই ঘোরতর শোরগোল দেশ জুড়েই।জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে হ্যাক করা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের ট্যুইটার অ্যাকাউন্ট। শুধু হ্যাক করেই থেকে থাকেনি ওই হ্যাকার, পাল্টে ফেলা হয় অ্যাকাউন্টটির ছবিও। শুক্রবার রাত ১২ঃ৩০ নাগাদ থেকে রাত ১:১০ মিনিট অবধি হ্যাকারেই দখলেই ছিল অ্যাকাউন্টটি। এই সময়ের মধ্যে শত শত ট্যুইটার ব্যবহারকারীকে ট্যাগ করে অগণিত পোস্টও করা হয় অ্যাকাউন্টটি থেকে।
অ্যাকাউন্ট হ্যাক করে প্রথমেই প্রোফাইল ছবিটি বদলে দেয় হ্যাকার। তারপর ব্লুব্যাজার নামে একটি অন্য ট্যুইটার হ্যান্ডেলের স্ক্রিনশট জিআইএফ ফরম্যাটে শেয়ার করা মুখ্যমন্ত্রীর অফিসের ট্যুইটার অ্যাকাউন্টটি থেকে। এই ছবিটির স্ক্রিনশটটিকে পিনপোস্টও করে দেওয়া হয়। এমনকি অ্যাকাউন্টটির পিছনের ব্যানার ছবিটিকেও বদলে ফেলে হ্যাকার৷
এখানেই শেষ নয়, যোগী আদিত্যনাথের অফিসের ওই অ্যাকাউন্ট থেকে অ্যানিমেটেড ভিডিও বানানোর ধাপে ধাপে একটি ভিডিও পোস্ট করা হয়। দেওয়া হয় একটি লিংকও। মুখ্যমন্ত্রীর অফিসের ‘বায়ো’ চেঞ্জ করে সেখানে লেখা হয়, ‘ওয়াই সি এবং যুগা ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা।’ঘটনাটি জানাজানি হয় রাত দুপুরেই।
জানার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করার চেষ্টা শুরু হয়। অ্যাকাউন্টটি মাত্র ৪০ মিনিটের জন্য হ্যাকারের হাতে গেলেও তা পুনরুদ্ধার করতে প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগে যায় বিশেষজ্ঞদের। যদিও বিষয়টি সম্পর্কে কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।
Uttar Pradesh Chief Minister Office’s Twitter account hacked. pic.twitter.com/aRQyM3dqEk
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 8, 2022
অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পেরে স্ক্রিনশট নিতে শুরু করেন দেশের সাধারণ মানুষ। একই সঙ্গে বিষয়টি সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশ, ট্যুইটার ইণ্ডিয়া, সাইবার দোস্তের মত জায়গাতে বিষয়টি শুরু করেন তাঁরা। আপতত অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা গেলেও এই ঘটনায় দেশের ডিজিট্যাল তথ্য এবং নথিপত্রের নিরাপত্তা, সুরক্ষা এবং গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন।