বাংলাহান্ট ডেস্ক: ধর্ষণের প্রতিবাদীরা নাকি ‘নপুংসক’, ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। বিতর্কিত এবং বেফাঁস মন্তব্য করতে তাঁর জুড়ি নেই। বহুবার সমালোচিত হয়েছেন গায়ক সুরকার। তবুও ক্লান্ত হন না সুমন। এবার ধর্ষণের প্রতিবাদীদের নপুংসক বলে কটাক্ষ করে আবারো নিন্দা শুনলেন সঙ্গীতশিল্পী।
রাজ্যজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে সংবাদ শিরোনামে। হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লভ অ্যাফেয়ার’ মন্তব্য ক্ষোভের আগুনে ঘি দিয়েছে। বেশিরভাগ বুদ্ধিজীবীরা আশ্চর্যজনক ভাবে স্তব্ধ। তালিকায় ছিলেন কবীর সুমনও। সম্প্রতি নেটমাধ্যমে মুখ খুলেছেন তিনি এবং ঘটিয়েছেন বিষ্ফোরণ।
নিজের ফেসবুক হ্যান্ডেলে কবীর সুমন লিখেছেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’ এরপর কমেন্ট বক্সেও এক দফা ব্যঙ্গ বিদ্রুপ করেন সুমন।
জনৈক নেটনাগরিকের মন্তব্যের উত্তরে তিনি বলেছেন, ‘চাড্ডিমাকু- আনন্দদুলালবাঁটুলছড়াকারব্রিগেড’ চায় বিরক্ত করতে আর খিস্তি খেতে। প্রতিবাদীদের ‘রাজনীতি সচেতন বঙ্গমধ্যবিত্ত’ বলেও কটাক্ষ করেছেন শিল্পী। উল্লেখ্য, এক সময় কামদুনি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার হয়েছিলেন এই কবীর সুমন। আর এখন তিনিই প্রতিবাদীদের ‘নপুংসক’ বলে দাবি করলেন!
গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর ক্ষোভ বরাবর প্রকাশ পেয়েছে। এক বেসরকারি চ্যানেলের সাংবাদিককে ‘আরএসএস’ বলে দাবি করে গালাগালি করার অভিযোগ উঠেছিল কবীর সুমনের বিরুদ্ধে। বগটুই কাণ্ডেও কোনো রকম প্রতিবাদের সুর শোনা যায়নি তাঁর কণ্ঠে। তবে হাঁসখালি ধর্ষণ নিয়ে কবীর সুমন যা করলেন তাকে বিষ্ফোরণই বলা চলে।