অনুপমের বিদ্রোহকে সমর্থন দিলীপ ঘোষের? ‘হতাশা রয়েছে” বললেন প্রাক্তন রাজ্য সভাপতি

বাংলাহান্ট ডেস্ক : উপনির্বাচনে গোহারা হারার পর কার্যতই তোলপাড় রাজ্যের পদ্ম শিবিরের অন্দরমহল। দলের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলছেন তাবড় নেতারা। গতকাল একদিনেই ইস্তফা দিয়েছেন রাজ্যের একাধিক বিজেপি নেতা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোরতর হয়ে উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে। গতকালই নেতাদের ইস্তফা দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার তাঁর কথাতেই গলা মেলালেন দিলীপ ঘোষও।

গতকাল একটি ফেসবুক পোস্টে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুপম হাজরা। এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘যারা অসময়ে বিজেপির পাশে ছিলেন এখন অন্যদের পরিযায়ী নেতাদের ভীড়ে হারিয়ে গেছেন তাঁরাই। কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত!’ কেন এভাবে দল ছাড়ছেন পুরোনো নেতারা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনুপম। এবার তাঁর সুরেই গলা মেলাতে দেখা গেল দিলীপ ঘোষকেও। এদিন দিলীপ ঘোষ অনুপম হাজরার মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘ঠিকই বলেছেন।’

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যে কোনও কারণেই হোক, ক্ষোভ, বিক্ষোভ, হতাশা সবই আছে। ফল ভালো করতে পারিনি আমরা। কর্মীদের উপর একটা চাপ আছে। অনেকে সক্রিয় হননি এখনও, অনেকে এখনও বাড়িতে ঢুকতে পারেননি অত্যাচারের ভয়ে।’ এই সমস্যার সমাধানের জন্য মনের ক্ষোভ বিক্ষোভ দলকে জানানোর পরামর্শই এদিন দিয়েছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি।

উল্লেখ্য, শনিবার উপনির্বাচনের ফলাফলের পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘অপরিণত রাজনীতিবিদরা মাথার উপরে বসলে ভালো ফলের আশা করাই উচিত না। যাঁদেরকে বহিষ্কার করা হয়েছিল দল থেকে আমার মনে হয় অবিলম্বে তা প্রত্যাহার করে তাঁদের দলে ফেরানো উচিত এবং সবাই মিলে আবার একসঙ্গে কাজ করতে হবে। আমরা নেতা, বস নই, একথাটা মনে রাখতে হবে।’

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর