বাংলা হান্ট ডেস্কঃ গ্রামবাসীদের বিক্ষোভের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল দেউচা পাচামি। সোমবার দেউচায় চেক প্রদান এবং চাকরির নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে এলাকাবাসীর আন্দোলনের ফলে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। শুধুমাত্র তাই নয় দেহরক্ষীসহ শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে হলো এক তৃণমূল নেতাকে।
দেউচা পাচামিতে এর পূর্বেও জমিদাতাদের বিক্ষোভ এবং আন্দোলনের চিত্র দেখা যায়। তবে এদিন ক্ষতিপূরণ এবং চাকরির নিয়োগপত্র দেওয়া অনুষ্ঠানকে ঘিরে শুরু হয় বিতর্ক। শাসক দলের পক্ষ থেকে এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত সেটি সফল হতে দেননি সেখানকার আদিবাসীরা।
সূত্রের খবর, একাধিক সমস্যা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেসবের কোন সুরাহা করেননি এবং মুখ্যমন্ত্রীর দেওয়া একাধিক প্রতিশ্রুতিও যে এখনো গ্রামের বুকে কার্যকর করা সম্ভব হয়নি, সেই দাবি তুলেই এদিন তৃণমূল নেতাদের সামনে বিক্ষোভ দেখান আদিবাসীরা।
জেলাশাসক বিধান রায় এদিন গ্রামবাসীদের ভয়ে এলাকায় পা পর্যন্ত রাখতে পারেননি এবং তৃণমূলের এক ব্লক সভাপতি এলাকাবাসীদের হটাতে গেলে উল্টে তাকেই তাড়া করা হয়। শেষপর্যন্ত দেহরক্ষীদের সঙ্গে নিয়েই এলাকা থেকে পালিয়ে বাঁচেন তৃণমূল নেতা।
আদিবাসীরা বলেন, “আমাদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে এবং একথা সামনে আসার পর আমরা নবান্নে যাই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয় সম্পর্কে অবগত করি। এরপর তিনি আমাদের একাধিক প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো সমস্যার সুরাহা হয়নি। সেই কারণেই এই বিক্ষোভ। এছাড়াও আমাদের এলাকায় কয়লাখনি না হওয়ার সরাসরি ঘোষণাও সরকারকে করতে হবে।”