বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরপরেই, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এবং গোটা রাজ্যের মানুষকে শান্তির বার্তা প্রদান করেন। শপথ নেওয়ার পরের দিন থেকেই সন্ত্রাস দমনে এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বেশকিছু কড়া ব্যবস্থা নিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর এবার এমন এক পদক্ষেপ নিলেন তিনি, যাতে গোটা রাজ্যবাসীর প্রশংসাও কুড়োলেন এদিন।
সূত্রের খবর, অতীতে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সকল হিন্দু পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, সেই সমস্ত উদ্বাস্তু মানুষদের সাহায্যের আশ্বাস দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “আমাদের সরকার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সমস্ত হিন্দু পরিবারদের বসবাস করার জন্য জমি প্রদান করবে।” আর অতীতে করার প্রতিশ্রুতি মতোই এ দিন 63 টি বাঙালি হিন্দু উদ্বাস্তু পরিবারকে আবাসিক এবং কৃষি জমির সরকারি কাগজ প্রদান করলেন যোগী আদিত্যনাথ।
বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে একাধিক উদ্বাস্তু পরিবার লখনউতে এসে হাজির হয়। ফলে স্বভাবতই তাদের থাকার জায়গা নিয়ে সমস্যা সৃষ্টি হতে থাকে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সকল পরিবারকে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ অন্তর্গত বাড়ি তৈরি করার জন্য চিঠি প্রদান করার পাশাপাশি আবাসিক এবং কৃষি যোগ্য জমি সংক্রান্ত সরকারি কাগজপত্র দান করেন।
যোগী আদিত্যনাথ জানান, “উত্তরপ্রদেশে এবার থেকে জবরদখল করা সমস্ত সরকারি জমি মুক্ত করা হবে। এবং তা এই সকল উদ্বাস্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমরা উদ্ধার করা সেই সকল জমি গুলি নিয়ে ‘ল্যান্ড ব্যাংক’ তৈরি করব এবং পরবর্তীতে স্কুল থেকে শিল্প এবং অন্যান্য ব্যবসার কাজে লাগানো হবে এই ‘ল্যান্ড ব্যাঙ্ক’।”এছাড়াও ভবিষ্যতে এই সকল হিন্দু উদ্বাস্তু পরিবারগুলিকেও যে উদ্ধার করা জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে, সে বিষয়ে এদিন আশ্বাস দেন যোগী আদিত্যনাথ।