রামনবমীতে হিংসা ছড়ানোর জের! বুলডোজার দেখে নিজের বাড়ি নিজেরাই ভাঙল উপদ্রবীরা

বাংলা হান্ট ডেস্ক: বিগত দু’বছরের করোনা মহামারীর ধাক্কা সামলে চলতি বছর সংক্রমণের মাত্রা কম থাকায় দেশজুড়েই মহাসমারোহে পালিত হয়ে রামনবমী। কিন্তু, ওই অনুষ্ঠানের আবহেই একাধিক হিংসাত্মক ঘটনার প্রসঙ্গও সামনে আসে। যেগুলির ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এদিকে, গত ১০ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে মিছিল চলাকালীন গুজরাটের সবরকাথার হিমনগরে তুমুল গোলমাল শুরু হয়।

তারপর থেকেই সেখানে অবৈধ নির্মাণগুলির ওপর বুলডোজার চালাচ্ছে প্রশাসন। এছাড়াও, অন্যান্য অবৈধ দখলও উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু গত মঙ্গলবার অদ্ভুত এক দৃশ্য দেখা গেল সেখানে। মঙ্গলবার যখন অবৈধ নির্মাণ অপসারণ করতে স্থানীয় প্রশাসন বুলডোজার নিয়ে গুজরাটের সবরকাথায় পৌঁছয় তখন অবৈধ নির্মাণকারীরা নিজেরাই তাঁদের বাড়ি ভাঙতে শুরু করে দেন।

   

মূলত, রামনবমীর সময়ে এখানে হিংসাত্মক ঘটনার সূত্রপাত হয়। যার ফলে, বর্তমানে সেখানে থাকা অবৈধ দখল উচ্ছেদের প্রক্রিয়া চলছে। সেই কাজেই প্রশাসনের লোকজন হিমনগরে পৌঁছলে সেখানকার মানুষ নিজেদের দখল সরিয়ে নিতে শুরু করেন। এর আগেই নোটিশের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়।

WhatsApp Image 2022 04 26 at 1.37.47 PM

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর সেখানে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রামনবমীতে পাথর ছোঁড়া হয়। এরপর স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এখানে। এমনকি, দুষ্কৃতীদের অগ্নিসংযোগের জেরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে। যদিও, পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তাঁদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে, এই ঘটনায় এসপি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর