বাংলাহান্ট ডেস্ক: বলিউড মানেই কোটি কোটি টাকার খেলা। কার কত আছে সেটা দেখানোর প্রতিযোগিতা চলে সবসময়। অতিরিক্ত টাকা রোজগারের জন্য বিয়েবাড়িতে পর্যন্ত নাচগান করতে বাকি রাখেন না প্রথম সারির তারকারাও। কিন্তু একজন মানুষ কোটি কোটি টাকার প্রস্তাবেও বিয়ে বাড়িতে গান গাইতে রাজি হননি। শত প্রলোভনেও মাথা নোয়াননি। তিনি কিংবদন্তি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।
ভারতের গর্ব লতা মঙ্গেশকর। তাঁর কোকিল কণ্ঠের ভক্ত ছিল গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গীত প্রেমীরা। দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বহু ভাষায়, বহু ছবিতে, বিভিন্ন মঞ্চে গান গেয়েছেন তিনি। কিন্তু তাঁর কাছেও একবার এক বিয়েবাড়িতে গান গাওয়ার প্রস্তাব এসেছিল। বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও হয়েছিল। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন লতা মঙ্গেশকর।
সম্প্রতি প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্টের তরফে। সেখানেই প্রয়াত সুরসম্রাজ্ঞীর বোন গায়িকা আশা ভোঁসলে জানান, তিনি এবং দিদি লতা মঙ্গেশকরকে একবার এক বিয়েতে গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
আশা ভোঁসলে (Asha Bhosle) জানান, কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলেকেই চেয়েছিলেন তাঁরা। সুরসম্রাজ্ঞী তখন বোনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিয়েবাড়িতে গাইতে চান? আশা ‘না’ বললে লতা মঙ্গেশকর সরাসরি জানিয়েছিলেন, তাঁরা বিয়েবাড়িতে গান করেন না। যদি ১০ কোটি ডলারও দেওয়া হয় তাহলেও তাঁরা গাইবেন না।
ছোটবেলার আরেকটি স্মৃতি মনে করে আশা ভোঁসলে বলেন, একবার দিদি লতা তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে বাবা মায়ের পা ধুয়ে সেই জল খেতে। খেয়েওছিলেন তাঁরা। আশা ভোঁসলে বলেন, “সেই আশীর্বাদ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে।”