বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার খারাপ দিকও রয়েছে। পান থেকে চুন খসলে ট্রোলের হাত এড়ানো অসম্ভব। এ দুনিয়ায় কখন কে ভাইরাল হয় তা বলার সাধ্য কারোর নেই। কিন্তু নেটিজেনরা যাকে একবার মাথায় তোলেন, পর মুহূর্তেই আবার তাকে মাটিতে নামিয়ে ফেলতেও সময় লাগে না। বড় উদাহরণ রানু মণ্ডল (Ranu Mondal)।
রানাঘাটের স্টেশন থেকে মুম্বইতে স্বপ্নের উত্তরণ হয়েছিল তাঁর। সঠিক দিন ক্ষণের অপেক্ষা মাত্র ছিল। এক ব্যক্তির নজরে পড়ে যান রানু। একটি মাত্র ভাইরাল ভিডিও ছিল তাঁর মুম্বইয়ের টিকিট। স্বপ্ন নগরীতে গিয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করেন তিনি। রেকর্ড হয় ‘তেরি মেরি কাহানি’।
সর্বত্র তাঁর পরিচিত, সবার মুখে মুখে রানুর গান। তারপর পরিস্থিতি বদলেছে। এখন রানুর বায়োপিক হচ্ছে। আবারো সংবাদ শিরোনামে উঠে আসছেন রানু। কিন্তু ট্রোল থেকে অব্যাহতি পাননি তিনি। নিত্যদিনই তাঁর বাড়িতে ইউটিউবারদের যাতায়াত লেগে রয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও রানুর সঙ্গে ভিডিও বানাতে হাজির হয়ে যান ইউটিউবাররা।
খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসেন তাঁরা। রানুর সঙ্গে নাচ, গান করে ভিডিও বানান। আর যদি বেফাঁস কিছু বলে ফেলেন রানু তাহলেই নতুন বিতর্ক, প্রচুর ভিউজ। বেফাঁস কথা বলা নিয়ে রানুর আলাদা পরিচিতি রয়েছে বটে। তবে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ট্রোলের বদলে প্রশংসা বেশি পেয়েছেন রানু।
ভিডিওতে ইউটিউবারের সঙ্গে ইংরেজিতে কথোপকথন চালাতে দেখা গিয়েছে তাঁকে। কথার মাঝে একটা দুটো হিন্দি বা বাংলা শব্দ ঢুকে গেলেও মোটের উপর বেশ ভালোই ইংরেজি বলছেন রানু। ইউটিউবার জানান, রানু যা বলেছেন সবটা নিজের থেকেই বলেছেন। তিনি কিছুই শিখিয়ে দেননি।
কমেন্ট বক্সের দৃশ্যটাও অন্য রকম। খিল্লি, ট্রোলের বদলে নেটিজেনরা প্রশংসা করেছেন রানুর। সবসময় নিন্দা, মশকরা না করে রানুকে নিয়ে এমন ভাল ভিডিও আরো বানানো উচিত বলে দাবি নেটনাগরিকদের।
প্রসঙ্গত, বায়োপিক তৈরি হওয়া নিয়ে নতুন করে লাইমলাইট কেড়ে নিয়েছেন রানু। তাঁর বায়োপিকের নাম ‘মিস রানু মারিয়া’। রানুর ভূমিকায় অভিনেত্রী ঈশিকা দে এর লুক প্রকাশ্যে এসেছে। রানু নিজে গানও গেয়েছেন বায়োপিকে।