বাংলাহান্ট ডেস্ক: অনেক তর্ক বিতর্কের পর অবশেষে বড়পর্দায় টাইগার শ্রফের (Tiger Shroff) ‘হিরোপন্তি ২’ (Heropanti 2)। ২৯ এপ্রিল মুক্তি পেল হিরোপন্তির সিক্যুয়েল। ছবির আগাম বুকিং বেশ ভালোই ব্যবসার অভাস দিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার উলটো ছবি। টাইগারের অ্যাকশন দেখে নাকি মাথা যন্ত্রণা করছে দর্শকদের।
শুক্রবার মুক্তি পেয়েছে হিরোপন্তি ২। আগাম বুকিংয়ের রমরমা দেখে অনেকেই প্রথম দিনেই দেখতে গিয়েছিলেন ছবিটি। শো থেকে ফিরে তারা রিভিউয়ে লিখেছেন, ‘বেঁচে আছি!’ হ্যাঁ, হিরোপন্তি ২ দেখে দর্শকদের একাংশের দাবি, যেন পরীক্ষা চলছে দর্শক কতক্ষণ টিকে থাকতে পারেন সিনেমা হলে।
একজন লিখেছেন, ছবি দেখে মাথা ধরে গিয়েছে। ভারতে তৈরি সবথেকে খারাপ ছবি এটাই। প্রত্যেকটা দৃশ্য জঘন্য, কোনো যুক্তিই নেই। এমনকি ৫ এর মধ্যে অনেকে ০ রেটিংও দিয়েছে হিরোপন্তি ২ কে। মিমে ভরে গিয়েছে নেটদুনিয়া। এমনকি হাস্যকর খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য ট্রোলড হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীও।
#NawazuddinSiddiqui looks at #TigerShroff during an action scene and says:
‘KYA ACTOR HAI YAAR ISKO TOH OSCAR MILNA CHAHIYE’
I think we should make it happen. For the culture. #Heropanti2 over. I survived!
— ANMOL JAMWAL (@jammypants4) April 29, 2022
People Reaction After Watching #Heropanti2 movie.#Heropanti2Reviews pic.twitter.com/c5KrnKMwAo
— Varun Kachhwaha™ (@varunkachhwaha) April 29, 2022
প্রায় ৪ কোটি টাকার আগাম টিকিট বুক করা হয়েছিল হিরোপন্তি ২ এর। সূত্রের খবর বলছে, বুধবার পর্যন্ত এক দিনেই ১.১ লক্ষ টাকার টিকিট আগাম বিক্রি করেছে মাল্টিপ্লেক্সগুলি। বিশেষজ্ঞরা মনে করেছিলেন, প্রথম দিনে প্রায় ২৫ কোটি টাকার ব্যবসা করতে পারে টাইগারের ছবি।
"Headache Headache Headache"
This is One of the Worst Film ever made in India.
Each & Every Scene of this Film are terrible & illogical..
I can't describe more tht how bad it was!!0⭐/5
Skip it.
— Siva Satyam (@AsliShiva) April 29, 2022
করোনার পর থেকে হিন্দি ভাষার কোনো ছবির ক্ষেত্রে সবথেকে বেশি হিরোপন্তি ২ এরই আগাম টিকিট বুক হয়েছে। শুনতে অবাক লাগলেও অন্তিম, বেল বটম, বচ্চন পাণ্ডে, গাঙ্গুবাঈ এর মতো ছবিকেও ছাপিয়ে গিয়েছে হিরোপন্তি ২। এমনকি করোনা কালের আগের সুপার ৩০, কলঙ্ক, সাহো, গুড নিউজ এর মতো ছবির তুলনায় হিরোপন্তি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা বেশি চোখে পড়েছিল।
অথচ মুক্তির দিনেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে হিরোপন্তি ২। এই একই দিনে মুক্তি পেয়েছে অজয় দেবগণ, অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ও। সেটারও দশা একই রকম। এমন অবস্থায় বলতে বাধা নেই, কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ই লাভবান হবে।