চীনা কোম্পানির বিরুদ্ধে বড় অ্যাকশন ভারতের, শাওমির ৫৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারত আর চীনের সম্পর্ক যে ভালো নেই, সেটা আর বলার অপেক্ষা রাখে নে। বিভিন্ন অবসরে আমরা এই দুই প্রতিবেশী দেশকে একে অপরের বিরুদ্ধে বলতে দেখেছি। বিশেষ করে ২০২০-র জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় প্যাংগং হ্রদের পাশে দুই দেশের জওয়ানদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের যে আরও অবনতি ঘটেছে, তা আর কারও অজানা নেই।

এরপর চীনের অ্যাপ আর চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ভারত বেজিংকে আর্থিক ঝটকা দিতে চেয়েছিল। আর ভারত কিছুটা হলেও তাদের এই কাজে সফল হয়েছে। বর্তমানে, ভারতের ইলেক্ট্রনিকস বাজারে চীনের আধিপত্য অনেক খানিই কমেছে। তবে, চীনা ফোন যেমন অপো, ভিভোরা তাদের বাজার ধরে রাখতে পেড়েছে।

আর এরই মধ্যে আরও এক চীনা কোম্পানিকে বড়সড় ঝটকা দিল ভারত। শনিবার চীনা মোবাইল কোম্পানি শাওমির ৫৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ED। শাওমির ভারতীয় ইউনিটের বিরুদ্ধে এই অ্যাকশন নিয়েছে ইডি।

তবে, এই প্রথম না যে শাওমির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিল ইডি। এর আগেও তাদের বহুবার সাবধান করা হয়েছে এবং কয়েকবার রেইডও করা হয়েছে। শাওমির বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর