বাংলা হান্ট ডেস্কঃ তীব্র দাবদাহের হাত থেকে ঝড় বৃষ্টি যেমন মানুষকে স্বস্তি এনে দেয়, আবার বহু সময় প্রচন্ড ঝড়ের কারণে আমাদেরকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। কোন কোন সময় তো আবার ঝড়ের প্রচন্ড তীব্রতার দরুন ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে প্রাণহানির ঘটনা পর্যন্ত সামনে আসে। এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়, যেখানে ঝড়ের দাপটে প্রকৃতি এবং মানব জীবন বিপর্যস্ত হওয়ার চিত্র আমাদের সামনে উঠে আসে। সম্প্রতি আসামের এক প্রান্তে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
TIME8 নামক ফেসবুক একাউন্টে শেয়ার করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথমে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি টোটোকে দেখা যায়। এরপরই সেখানে প্রচন্ড ঝোড়ো হাওয়ার কারণে চারিদিকে গাছপালা লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। পরবর্তীতে সেখানে দাঁড়িয়ে থাকা টোটোটিকে একদিক দিয়ে কোনমতে টেনে ধরে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। স্পষ্টতই বোঝা যায় যে, প্রচন্ড হাওয়ার দাপটে যাতে তার বাহনটি উড়ে না যায় সেই কারণে প্রাণপণে তাকে ধরে রাখার চেষ্টায় রয়েছে সেই টোটো চালকটি।
ভিডিওতে শুধুমাত্র ঝড়-বৃষ্টির চিত্রই তুলে ধরা হয়নি, সঙ্গে রয়েছে সেই ব্যক্তিটির অসম্ভব জেদের কাহিনী। টোটো চালিয়ে সামান্য রোজগারে কোন মতে দিন চলে সেই টোটো চালকের। ফলে রুটি-রুজির সেই আশ্রয় যদি চলে যায়, তাহলে বাঁচার আর কোনো রকম সম্বল থাকবে না তার! সেই কারণেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে তার বাহনকে বাঁচানোর চেষ্টায় থাকে। যদিও ভিডিওতে একাধিক মানুষ তার প্রশংসা করলেও অনেকে আবার ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যে ব্যক্তি এই দৃশ্যের ভিডিও রেকর্ডিং করছিলেন, তার মনোভাব নিয়ে নিন্দার ঝড় উঠে গিয়েছে।
এক ব্যক্তি যেমন লিখেছেন, “যিনি ভিডিও রেকর্ডিং করছেন, তিনি যদি এই দৃশ্যটি ক্যামেরা বন্দি না করে টোটো চালকের সাহায্য করতেন, তাহলে আরো ভালো হতো।” ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় এবং সকলেই কমেন্টে নিজেদের মতামত শেয়ার করে ভালোবাসা উজার করে দেন।