বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে তিনি একটি চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন নিজের তরফ থেকে। তিনি দাবি করেছেন যে বর্তমানে ভারতের বিজেপি সরকার কর্তৃক বিসিসিআইয়ের সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে ও ভারতীয় বোর্ড বিজেপির অঙ্গুলি হেলনেই পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে তিনি ভারতকে পাকিস্তানে এসে সিরিজ খেলার আহ্বানও জানিয়েছেন।
এহসান মানি নিজের বক্তব্যে বলেন, “আমি আগেও বহুবার বিষয়টি নিয়ে বলেছি সে যদি তারা খেলতে চায় তাহলে তাদের এগিয়ে আসতে হবে। আমরা কখনই ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনাকে দমিয়ে দিইনি। তবে আমাদেরও একটা সম্মান আছে। আমরাই খামোকা ভারতের পেছনে ছুটবো কেন? শুধুমাত্র যদি তারা ম্যাচ খেলতে চায় তাহলে আমরাও প্রস্তুত থাকব।”
ক্রিকেট পাকিস্তানকে সাক্ষাৎকার দেওয়ার সময় এহসান মানি কথা দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক নিয়েও। তার মতে খাতায় কলমে বিসিসিআই-এর প্রধান হতে পারেন সৌরভ গাঙ্গুলী, কিন্তু আসল বোর্ড প্রধান হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। আরেক বিজেপি মন্ত্রীর ভাই হলেন কোষাধ্যক্ষ। তাই তার মতে বিসিসিআইকে মূলত নিয়ন্ত্রণ করে বিজেপি সরকারই।
প্রসঙ্গত শেষবার ভারত এবং পাকিস্তানের মধ্যে সিরিজ হয়েছিল ২০১২ সালের ডিসেম্বর নাগাদ। টি টোয়েন্টি সিরিজ ড্র হলেও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। দুরন্ত পারফরম্যান্স করে সিরিজ জিতে দেশে ফিরেছিলেন জুনেইদ খান, সৈয়দ আজমল, মহম্মদ হাফিজ, নাসির জামশেদরা। সম্প্রতি পিসিবি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে ভারতের সাথে চতুৰ্দেশীয় সিরিজের প্রস্তাব তুললেও তা বাতিল করে দেন আইসিসি।