হাতে ব্যাট, লাল শাড়ি পরে কনে সাজ! মহিলা পাক ক্রিকেটারের ছবিগুলো থেকে নজর ঘোরানো মুশকিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে পাকিস্তানের তারকা মহিলা ক্রিকেটার কাইনাত ইমতিয়াজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা অব্যাহত। সম্প্রতি তারকা ক্রিকেটার তার বিবাহের আগে প্রি-ওয়েডিং ফটোশুট করেছেন এবং সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিগুলোর মধ্যে এমন এক অভিনবত্ব আছে যার কারণে সকলে এই নিয়ে আলোচনা করছেন।

গত সোমবার পাকিস্তানের তারকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ছবি পোস্ট করেছেন, যা দেখে সবাই মুগ্ধ। কাইনাত ইমতিয়াজ তার প্রি-ওয়েডিং ফটোশুটটি লাল শাড়ি গায়ে নিয়ে এবং ব্যাট হাতে নিয়ে সম্পন্ন করেছেন।

imtiaz

 

শাড়ি পরিধান করে ব্যাট হাতে পোজ দেওয়া কাইনাত ইমতিয়াজকে দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রসঙ্গত পাক তারকা, মহম্মদ ওয়াকার উদ্দিনকে বিয়ে করেছেন। কাইনাত ইমতিয়াজ ২০২২-এর ৩০শে মার্চেই বিবাহ সম্পন্ন করেছিলেন। ছবিগুলো তিনি একটু দেরিতে শেয়ার করলেন।

কাইনাত ইমতিয়াজ তার দেশের হয়ে এখনও অবধি মাত্র ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন এবং ৬.১৫ ইকোনমি রেটের সাহায্যে মাত্র ৯টি উইকেটই নিতে পেরেছেন। এছাড়াও ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন। ক্রিকেটের চেয়েও বেশি নিজের সৌন্দর্যের কারনেই শিরোনামে থাকেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর