বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি চলতি আইপিএল নিয়ে তার সামনে তোলা নানান প্রশ্নের উত্তর দিয়েছিলেন সৌরভ। আইপিএল ২০২২-এ অনেক নাম না জানা তারকা দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়ছেন। আবার একেবারেই ফর্মের ধারেকাছে দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনের ব্যাটই চলতি মরশুমে অবিশ্বাস্য রকমের নীরব। যার খেসারত দুই দলকেই দিতে হয়েছে। অনেক আগেই প্লে অফের রেস থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। বিরাট কোহলির ফর্মে না থাকার কারণে আরসিবিরও প্লে অফ ভাগ্য নিশ্চিত নয়।
তবে সৌরভ তাদের অফফর্ম নিয়ে চিন্তিত নন। তার মতে তারা সঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন। বরং তিনি উচ্ছসিত আইপিএল ২০২২-এ বেশ কিছু তরুণ প্রতিভার উত্তরণ দেখে। তাদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন বিসিসিআই সভাপতি। এই দুজন হলেন রাজস্থান রয়্যালসের কুলদীপ সেন এবং সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক।
চলতি মরশুমে নিজের দুরন্ত বোলিংয়ে সৌরভের নজর কেড়েছেন কুলদীপ। ৭ ম্যাচ খেলে ৮ টি উইকেট নেওয়া তরুণ পেসার ডেথ ওভারেও বেশ কার্যকরী। অপরদিকে উমরান মালিক চলতি আইপিএলে স্পিডোমিটারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তার গতি দিয়ে। ইকোনমি একটু ওপরের দিকে হলেও ১২ ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন এই তরুণ জম্বু কাশ্মিরের পেসার।
এদের ছাড়াও সৌরভ খুশি নটরাজনের ছন্দে ফেরা দেখে। তার মতে এতে আখেরে ভারতীয় দলেরই লাভ হবে। সৌরভ চলতি মরশুমে একসঙ্গে এত বোলারের উত্তরণ নিয়ে বলেছেন, “বোলারদের দাপট দেখানো নিয়ে আমি আনন্দিত। মুম্বাই ও পুনের উইকেট অনেক তরুণ পেসার খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। সেই সঙ্গে কয়েকজন প্রতিভাবান স্পিনারও নজর কেড়েছেন।”