বাংলা হান্ট ডেস্কঃ যেমন কথা, তেমনি কাজ! গতকালই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন আর শেষ পর্যন্ত এদিন নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিতে পৌঁছলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অতীতে বহু বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও কোন না কোনভাবে তা এড়িয়ে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি। তবে এদিন অনুব্রতর নিজে থেকেই নিজাম প্যালেস পৌঁছনোর প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মনে করা হচ্ছিল, এদিন সকাল 10 টার সময় সিবিআই অফিসে গিয়ে পৌঁছবেন তৃণমূল নেতা। যথারীতি চিনার পার্কের বাড়ি থেকে যথাসময়ে বের হন তিনি এবং এরপরেই বেঁধে দেওয়া সময়ের ঠিক 10 মিনিট পূর্বে অর্থাৎ 9 টা 50 মিনিটে নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে তাঁকে বুকে হাত দিয়ে ঢুকতে দেখা যায়। আজ তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
প্রসঙ্গত, তৃণমূল নেতাদের মধ্যে সর্বক্ষণ খবরের শিরোনামে থাকেন, এমন কোন ব্যক্তির নাম বলতে গেলে প্রথমেই আসে অনুব্রত মণ্ডল। বহুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তাঁকে কলকাতার অফিসে হাজিরের নির্দেশ দেওয়া হলেও তা এড়িয়ে চলছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গত মাসে সিবিআইয়ের সমনের মুখে পড়ে বীরভূম থেকে বের হন তিনি। তবে এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ই বাধে বিপত্তি! নিজাম প্যালেসে উপস্থিত না হয়ে সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তৃণমূল নেতা। হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসা চলাকালীন একাধিক শারীরিক অসুস্থতা ধরা পড়ে তাঁর। পরবর্তীতে, এসএসকেএম থেকে ছাড়া পেলে তৎক্ষণাৎ তাঁকে পুনরায় হাজিরের নির্দেশ দেয় সিবিআই। তবে সে ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তদন্তের হাত থেকে রক্ষাকবচ পান অনুব্রত।
যদিও সেই সময় অনুব্রত বলেন যে, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি কোথাও যেতে পারবেন না। তবে 21 শে মে-র পর তিনি সিবিআই দ্বারা জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। তবে সেই মেয়াদ পূর্ণ হওয়ার দু’দিন পূর্বেই এবার নিজাম প্যালেসে সশরীরে হাজির থাকতে দেখা গেল তৃণমূল নেতাকে। তবে এদিন সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদের পর কি নাটক অপেক্ষা করে রয়েছে, সেটাই দেখার।