পুরনো সাইকেল কিনে ফুল দিয়ে পুজো, বাপ-বেটার স্বপ্ন পূরণের ভাইরাল ভিডিও কাড়ছে লাখ লাখ মানুষের মন

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া আমাদের সামনে বিভিন্ন সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা আমাদের অবসর সময়কে আনন্দদায়ক করে তুলতে সক্ষম হয়। কখনো সেই ভিডিও গুলি দেখে হাসি থামানো মুশকিল হয়ে পড়ে, তো কখনো আবার সেগুলি হতভম্ব করে তোলে সকল নেট ব্যবহারকারীদের। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আপনাদেরকে আবেগঘন করে তুলতে বাধ্য। শুধু তাই নয়, ভিডিওর মাধ্যমে একটি সুন্দর সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে।

Awanish sharan নামক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথমেই এক মধ্যবয়স্ক ব্যক্তি এবং তার একটি ছোট বাচ্চাকে দেখা যায়। সমগ্র ভিডিওয় সেই ব্যক্তিটিকে তার সাইকেলের সঙ্গেই ব্যস্ত থাকতে দেখা মেলে। পোস্টটির মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে, সেই ব্যক্তিটি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল নিয়ে আসে বাড়িতে এবং পরে তা দেখানোর জন্য ডেকে আনে তার বাচ্চাটিকে। এখানে আপনারা দেখতে পাবেন, মালা পড়ানো সেই সাইকেলটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুটি।

শুধু তাই নয়, এরপর দেখা যায় যে, ওই ব্যক্তিটি প্রথমে সাইকেলটির উপরে একটি পাত্রে করে জল ঢেলে দেয় এবং পরবর্তীতে সেটিকে প্রণামও করে। ছোট শিশুটিকেও সাইকেলের চাকার মধ্যে মাথা ঠেকাতে দেখা যায়। সমগ্র ভিডিওটি দেখে এরপর আবেগঘন হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

কিভাবে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল দেখে খুশিতে ফেটে পড়েছে সেই পরিবারটি, তা স্বভাবতই প্রশংসার দাবি রাখে। পোস্টটি শেয়ার করে পোস্টদাতা লেখেন, “এটি শুধুমাত্র একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল। তাদের আনন্দ দেখুন। তাদের প্রতিক্রিয়া বলছে যেন, তারা একটি নতুন মার্সিডিজ বেঞ্জ কিনেছেন।”

https://twitter.com/AwanishSharan/status/1527843138210975746?s=20&t=m0jhZqT_f0OJUOyhBq9AVw

কিভাবে ছোট ছোট ঘটনার মাধ্যমে খুশি খুঁজে নিতে হয়, সেই জিনিসটি যেন ভিডিওর মাধ্যমে আমাদের সকলের সামনে তুলে ধরা হয়। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর