অর্জুনের পর এবার কী অনুপম হাজরা? দলীয় নেতাদের নৈতিকতার শিক্ষা দিয়ে জল্পনা বাড়ালেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি দল ছেড়ে এক এক করে অনেকেই যোগ দিয়ে চলেছেন শাসক দলে। এরফলে যে রাজ্যে বিজেপি দুর্বল হয়ে পড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এ বিষয়ে প্রথম থেকেই ফ্রন্ট ফুটেই ব্যাট করে চলেছে বিজেপি দলের প্রথম সারির নেতারা। প্রতিবারই যখন কেউ দল ছাড়ে, তখন রাজ্য বিজেপির একটি দাবি প্রধানত উঠে আসে এবং তা হল, “বিজেপি দল কোন ব্যক্তি নির্ভর দল নয়। কারোর যাওয়া কিংবা আসাতে আমাদের দলের কোনো রকম ক্ষতি হয় না।”

গতকাল অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেও ঠিক একই সুর শোনা যায় ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাদের মুখে। তবে এদিন এই স্রোতের বিপরীতে হেঁটে দলের আত্মসমালোচনাতে মুখর হয়ে উঠলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে একটি পোস্ট করে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। যেভাবে বিজেপি থেকে তৃণমূল দলে নেতা-নেত্রীদের যাওয়ার হিড়িক পড়েছে, সেই মাঝে আবার অনেকে তাঁরও দলবদলের জল্পনা উস্কে দিয়েছে।

গতকাল অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা উঠে আসতেই কটাক্ষ সহকারে একটি পোস্ট করেন অনুপম। সেখানে তিনি লেখেন, “আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হতো। কিন্তু কৌরবদের মধ্যে তাকে পাওয়া গেলে কতটা অবাক হবো, ঠিক বুঝতে পারছি না।” এরপর রবিবার বিকেলে তৃণমূল দলে যোগদান করেন অর্জুন আর এর একদিনের মধ্যেই নিজের অবস্থান থেকে প্রায় 180° সরে এদিন একটি নতুন ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা। সেখানে তিনি দলের আত্মসমালোচনা করে বলেন, “কেউ দল ছাড়লে ‘এতে কোনো ক্ষতি হবে না’ বা ‘গুরুত্ব দিতে নারাজ’ বলে নিজেদের সান্তনা না দিয়ে ‘ক্ষতি যে কিছুটা হয়ে গেল’, সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার।”

এক্ষেত্রে অবশ্য অর্জুন সিংকে কিছুটা খোঁচা মেরে তিনি লেখেন, “কেউ নিতান্তই নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার বা ধান্ধাবাজির জন্য দলবদল করলে সেটাকে গুরুত্ব না দেওয়াই বেটার।” তিনি আরো লেখেন, “বাস্তবকে অস্বীকার করে লাভ নেই। কারণ বর্তমানে যেখানে একটা কাউন্সিলর ভোট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি।” এরপর তিনি বিখ্যাত একটি বলিউড সিনেমার ডায়লগ উদ্ধৃত করে বলেন, “অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভালো লাগলেও বাস্তবে সেটা সব সময় নাও খাটতে পারে।”

Screenshot 2022 05 23 at 12.12.24 PM

প্রসঙ্গত, গতকাল তৃণমূল দলে যোগদান করে বিজেপিকে কটাক্ষ করেন অর্জুন সিং। ফলে কিছুদিন পূর্বে বাবুল সুপ্রিয় আর এবার অর্জুন সিংয়ের দল ছাড়ার ফলে ইতিমধ্যেই লোকসভায় দুই সাংসদ কমে গিয়েছে বিজেপি দলের আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা অনুপম হাজরার এহেন পোস্ট নতুন করে রাজনৈতিক জল্পনা সৃষ্টি করলো বলেই মত সকলের।


Sayan Das

সম্পর্কিত খবর