নদী গর্ভে সভা! মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ঘিরে তুমুল বিতর্ক, ক্ষোভে ফুঁসছে পরিবেশ প্রেমীরা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের বাঁকুড়া সফরে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে তাঁর কর্মীসভা ঘিরে বর্তমানে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। স্বভাবতই, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকার বুকে। সূত্রের খবর, নদীর চরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী আর সেই বিষয়ে আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বিরোধী দল থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। যদিও বর্তমানে সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

সরকার সূত্রে খবর, আগামী 31 শে মে বাঁকুড়ায় দুদিনের সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন রবীন্দ্রভবনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। তবে বিতর্ক দানা বেঁধেছে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিনের কর্মসূচি ঘিরে। জানা গিয়েছে, বাঁকুড়ার সতীঘাটে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে তৃনমূল সদস্য ও কর্মীদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেত্রী। এই সভায় একাধিক মানুষের সমাগম হবে বলে খবর। তবে বাঁকুড়ায় এত জায়গা থাকতে নদীর চরে কেন এই বিপুল জনসমাগ, এই প্রশ্নটি বর্তমানে উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, এই প্রসঙ্গে সোচ্চার হয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বিরোধী দল সহ পরিবেশপ্রেমী মানুষজন এবং গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি। বড় বড় মাঠ থাকা সত্বেও সতীঘাটে সভা করলে সেটি নদীর জন্য ক্ষতিকর হবে বলে মত তাদের।

এ বিষয়ে বিজেপির অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় আসুক, তাতে আমাদের কোন অসুবিধা নেই। কিন্তু আগামী 1 লা জুন এমন জায়গায় উনি সভা করতে চলেছেন, যেখানে অনুষ্ঠান হলে নদীর ক্ষতি হবে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।” যদিও এ সকল অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের মতে, “আমাদের সভা নদীর গর্ভে হবে না। নদীর পাড়ে একটি পাবলিক ল্যান্ডে এই সভাটি হতে চলেছে আর আমরা এমন কোন কাজ করব না, যাতে নদীর ক্ষতি হয়।” তবে তৃণমূল-বিজেপি এই তরজা মাঝে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সভা কোথায় হয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর