বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবারের মতো শেষ হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ২০২২-এর যাত্রা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন অধরা রয়ে গেছে। আইপিএল অভিযান শেষ হওয়ার পরে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত প্রত্যেকের কাছে একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছিলেন। শুক্রবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোহলি নিজেও ৭ রানের বেশি করতে পারেননি।
কোহলি তার পোস্টে লিখেছেন “কখনও কখনও আপনি জিতেন, এবং কখনও কখনও লক্ষ্য অর্জন করতে পারেন না। কিন্তু দ্বাদশ ব্যক্তি হিসাবে, আপনারা যে দুর্দান্তভাবে, সবসময় আমাদের অভিযান চলাকালীন আমাদের সমর্থন করেছেন, আপনারাই ক্রিকেটকে বিশেষ করে তোলেন। শিক্ষা কখনই থেমে থাকে না। সাপোর্ট স্টাফদের জানাই, তারাও আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। পরের মরশুমে সব ঠিক হবে।”
Sometimes you win, and sometimes you don’t, but the 12th Man Army, you have been fantastic, always backing us throughout our campaign. You make cricket special. The learning never stops. (1/2) pic.twitter.com/mRx4rslWFK
— Virat Kohli (@imVkohli) May 28, 2022
আইপিএলে চলতি মরশুমটা বিরাট কোহলির একেবারেই ভালো কাটেনি। এই মরসুমে বিরাট কোহলিকে ক্রমাগত নিজের ফর্ম নিয়ে স্ট্রাগল করতে দেখা গেছে। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ২৩-এর কাছাকাছি গড়ে ৩৪১ রান করেছেন বিরাট। অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন মাত্র দুই বার এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৫.৯৯, যা একেবারেই বিরাট সুলভ নয়। তাকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাই বিশ্রাম দেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ৰাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। রোহিত এবং বিরাট দুজনেই চলতি আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। বার্মিংহামের এজবাস্টনে ১-৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের সময় কোহলি এবং রোহিত উভয়েই দলে ফিরবেন।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট