প্রায় দু’কেজি ওজনের সোনা পরে ঘুরে বেড়ান ইনি, রইল বিহারের ‘গোল্ডেন ম্যান’-র আসল পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : ‘আয়রনম্যানকে’ তো সবাই চেনে। কিন্তু ‘গোল্ডেন ম্যান’কে চেনেন কি? ইনি আবার বিহারের গোল্ডেন ম্যান। শরীরে প্রায় দু’কেজি ওজনের সোনা পরে ঘুরে বেড়ান এই ব্যক্তি। জানেন কি কে তিনি?

ওই ব্যক্তির নাম প্রেম সিংহ। সোনা পরার শৌখিন তিনি। মানুষের কত রকম সখ থাকে। প্রেম সিংহের শখ সোনা পরার। এবং এতটাই যে শরীরে সবসময় প্রায় দু’কিলোগ্রাম ওজনের সোনা পড়ে ঘুরে বেড়ান। আর সোনা নিয়ে এই শৌখিনতাই তাঁকে দিয়েছে এক আলাদা পরিচয়। মানুষ প্রেম সিংহ কে বিহারের সোনার মানুষ বলেই বেশি চেনে। চলুন, জেনে নেওয়া যাক বিহারের এই সোনার মানুষের ব্যপারে আরও কিছু মজাদার তথ্য।

প্রেম সিংহের ব্যপারে জানার পর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বিহারে কী আছে? আপনার উত্তর হবে বিহারে শুধু সোনাই আছে। তবে মজার ব্যপার কী জানেন? বিহারে চোরের এত উৎপাত যে মানুষ একশ গ্রাম সোনাও লকারে রেখে তবে ঘুমাতে যায়। কিন্তু প্রেম সিংহ এর উল্টো। ওঁর ভয় বলে কিছু নেই। বছর ৩৮ এর এই ব্যক্তি ওই বিশাল ওজনের সোনা পরেই রাস্তায় ঘুরে বেড়ান। যার মূল্য কোটি টাকারও বেশি।

5.gold man of bihar prem singh

কিন্তু তাঁর এই অদ্ভুত শখ এল কিভাবে? এর উত্তর প্রেমবাবু নিজেই জানান। তিনি বলেন টিভি এবং খবরের কাগজ দেখেই তাঁর এই অদ্ভুত শখ তৈরি হয়েছে। পেশায় ঠিকাদার প্রেম সিংহ তাঁর আয়ের একটা বড় অংশ সোনার গয়না কেনার পিছনেই ব্যয় করেন। প্রেম সিংহের সোনার গয়নার তালিকায় রয়েছে ১৭টা সোনার চেন। যেগুলি তিনি গলায় পরেন। সেই চেনের সঙ্গেই ঝুলতে থাকে ‘গোল্ডেন ম্যান অফ বিহার লকেট’ এবং একটি হনুমান জীর লকেট। আর আছে মোট ৭টা সোনার ব্রেসলেট, যেগুলি তিনি হাতে পরেন। এগুলি ছাড়াও রয়েছে ৮টি সোনার আংটি। তিনি যখন এই সব পরে রাস্তায় বেরোন, তখন তাঁকে দেখে মনে হয় যেন চলন্ত সোনার দোকান যাচ্ছে, এমনই জানান স্থানীয়রা।

Sudipto

সম্পর্কিত খবর