প‍্যারোডির নামে অশ্লীল কথার ছড়াছড়ি, দায় ঝেড়ে ক্ষোভ উগরে দিলেন সুরজিৎ

বাংলাহান্ট ডেস্ক: প‍্যারোডিই (Parody) এখন নতুন ট্রেন্ড সোশ‍্যাল মিডিয়ায়। জনপ্রিয় গানে অন‍্য কথা বা কখনো কখনো চটুল কথা বসিয়ে বানানো হচ্ছে একই সুরে অন‍্য গান। কিন্তু বিষয়টা নিয়ে বিরক্ত সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ‍্যায় (Surojit Chatterjee)। তাঁর গান নিয়ে প‍্যারোডি বানানো হচ্ছে, বিষয়টা একেবারেই না পসন্দ তাঁর।

সম্প্রতি ফেসবুকে বিষয়টা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সুরজিৎ। তিনি লিখেছেন, ‘আমার গান আমি অনেক বছর ধরেই গেয়ে আসছি, এবং আগামী দিনেও গেয়ে যাব। আমার শ্রোতা এবং দর্শক বন্ধুরা আমার সব থেকে বড় দায়িত্বের জায়গা। ইদানিং আমার গানের অনেক ” প্যারোডি” হচ্ছে দেখছি। শুধু একটাই কথা বলে রাখি, সেই সব “প্যারোডি” গান বা গানের বক্তব্যের দায় আমার কিন্তু একেবারেই নেই।’

FB IMG 1655214897168
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন সুরজিৎ। প‍্যারোডি করতে গিয়ে রোদ্দুর রায়ের অবস্থা দেখে তিনি চিন্তিত। তাঁর গানেও কুরুচিকর শব্দ না বসানো হয় এই চিন্তা সুরজিতের। রকবাজদের আড্ডার মতো হয়ে উঠেছে সোশ‍্যাল মিডিয়া। অশ্লীলতাই বেশি পছন্দ সবার।

সুরজিতের মতে, আগে যেটা শিল্প ছিল এখন সেই প‍্যারোডি অশ্লীলতা ছাড়া আর কিছুই নয়। ফ্লাইওভারের কাজ বন্ধ হয়ে গেলেও ‘ফ্লাইওভারের দেখা নাই’ এর প‍্যারোডি হয়। কোনদিন না দেখা যায় ‘বারান্দায় রোদ্দুর’ নিয়েও সমস‍্যা তৈরি হচ্ছে। তখন যদি তাঁর উপরে বিতর্কের আঁচ এসে পড়ে? তাই আগেভাগে দায় ঝেড়ে ফেলে বিবৃতি দিয়েছেন সুরজিৎ।

সাক্ষাৎকারে কেকের মৃত‍্যু এবং তারপর রূপঙ্কর বাগচীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও মুখ খুলেছেন সুরজিৎ। তিনি জানান, এই সব ঘটনাবলী আরো সচেতন হওয়ার পাঠ দিয়েছে। নজরুল মঞ্চে অতিরিক্ত দর্শকের ভিড় অসুস্থ করে তুলেছিল কেকে কে। সুরজিৎ বলেন, দর্শক শ্রোতাদের উন্মাদনা শিল্পীরা চান। কিন্তু মাত্রাতিরিক্ত লোক হলে অনেক রকম বিপদ হতে পারে।


Niranjana Nag

সম্পর্কিত খবর