শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে যাবে তৃণমূল নেতারা, গোটা বাংলায় হবে আন্দোলন

বাংলা হান্ট নিউজ ডেস্ক:  একাধিক বিষয়ে দুর্নীতির সঙ্গে জড়িত শুভেন্দু অধিকারী, তাই তাকে গ্রেফতার করতে হবে। এমনই দাবি তুলে বড়োসড়ো আন্দোলনে নামার রাস্তা খুঁজছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার পার্টি তরফ থেকে জানানো হয়েছে যে সোমবার এই নিয়ে তিনটি জায়গায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করবেন তৃণমূল নেতারা। তার মধ্যে তাদের মূল লক্ষ্য বিধাননগরের সিজিও কম্প্লেক্সে। সোমবার সিবিআই দপ্তর এ উপস্থিত থাকবেন বাবুল, কুণাল সহ তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা।

সোমবারই শেষ হচ্ছেনা কর্মসূচি মঙ্গলবার শুভেন্দু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ আরো আট জন তৃণমূল প্রতিনিধি রাজ্যপালের কাছে ধর্ণা দেবেন। জানা গিয়েছে যে, সোমবার সিজিও কম্প্লেক্স ছাড়াও হলদিয়াতে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো কয়েকজন তৃণমূল মন্ত্রী এবং নেতারা বিক্ষোভ সমাবেশ করবেন। বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনে মুখ্যমন্ত্রীও শুভেন্দুর বিরুদ্ধে তার তার ক্ষোভ উগরে দেয় এবং তাকে একাধিকবার দুর্নীতির অভিযোগে দোষী বলে দাবি করেন।

সোমবারের তৃতীয় এবং শেষ বিক্ষোভ-সমাবেশটি হবে বিরোধী দলনেতার বাড়ির কাছাকাছি। কাঁথিতে রামনগর এর বিধায়ক অখিল গিরির নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলবে। তার বাড়ির কাছে এবং আরো অনেকগুলি জায়গায় বিক্ষোভ হবে শুনে কোনও মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু অধিকারী। সমস্ত প্রশ্ন আপাতত এড়িয়ে যাচ্ছেন তিনি।

গতকাল অর্থাৎ ২৪ শে জুন বিধাননগরের এমপি এমএলএ কোর্টে হাজিরা দিতে এসেছিলেন সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। সাংবাদিকদের সামনে তার বক্তব্যের ভিডিও তুলে বিরোধী দলনেতার গ্রেপ্তার দাবি করছে তৃণমূল। তাদের দাবি আদালতে সুদীপ্ত বলেছেন যে তাকে ব্ল‍্যাকমেইল করে টাকা নিতেন শুভেন্দু। সারোদা নারোদা কান্ড নিয়েই যাবতীয় অভিযোগ হলেও সেগুলো সরাসরি নাম করেননি উপস্থিত তৃণমূলের সমর্থকরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর