বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল দুর্দান্ত এবং আক্রমণাত্মক শতরান করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন রিশভ পন্থ। কিন্তু অনেকটাই সকলের নজরে আড়ালে থেকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময়ে পনথের পাল্টা আক্রমণ যতটা গুরুত্বপূর্ণ ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল জাদেজার একদিক সামলে রাখা। খুব দক্ষতার সঙ্গে নিজের স্বাভাবিক প্রক্রিয়া না হলেও সেই খেলাটি খেলেছেন জাদেজা। কাল অপরাজিত ছিলেন ৮৩ রানে। সকালে নিজের শতরান সম্পূর্ণ করেছেন।
আজ সকালে ইংল্যান্ডের তরুণ পেসার ম্যাথুসকে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের শতরান পূর্ণ করেছেন স্যার জাদেজা। ক্রিকেটে এটি তার তৃতীয় শতরান। শতরানটি করার সঙ্গে সঙ্গে একটি বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন জাদেজা। তিনি মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান যিনি সাত নম্বর পাতার নিচে নেমে এক বছরে দুটো শতরান করলেন। তার আগে এই কীর্তি করেছেন শুধুমাত্র কপিল দেব (১৯৮৬), মহেন্দ্র সিংহ ধোনি (২০০৯), এবং হরভজন সিং (২০১০)। তার এই কীর্তির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন টেন্ডুলকারও।
Super stuff Jaddu. What a special innings! 👏🏻@imjadeja#ENGvIND pic.twitter.com/vAXwonZ1nI
— Sachin Tendulkar (@sachin_rt) July 2, 2022
জাদেজার এই রেকর্ডের পাশাপাশি তিনি এবং পন্থ মিলে আরও একটি বিশেষ কীর্তি গড়েছেন। আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে মাত্র তিনবার এমন হয়েছে যে দু’জন বাঁহাতি ব্যাটসম্যান এক ইনিংসে শতরান করেছেন। যার মধ্যে একটি হলো পন্থ এবং জাদেজার এজবাস্টন টেস্টে শতরান করা। এর আগে ১৯৯৯ সালে আহমেদাবাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সদগোপান রমেশ (১১০) এবং সৌরভ গাঙ্গুলী (১২৫) এক ইনিংসে শতরান করেছিলেন। দুজনেই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। এরপর ২০০৭ সালে ব্যাঙ্গালুরুর মাটিতে পাকিস্তানের যুবরাজ সিং (১৬৯) এবং সৌরভ গাঙ্গুলী (২৩৯) দুজন বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে শতরান করেছিলেন এক ইনিংসে।
ভারতের ইনিংস শেষ হয়েছিল বুমরা ঝড় দিয়ে। ব্রডের এক ওভারে ৩৫ রান ওঠে যার মধ্যে ভারতীয় অধিনায়ক করেছিলেন ২৯ রান। ব্যাটার হিসেবে এক ওভারে করা সর্বোচ্চ রানের লারার রেকর্ড কে ভেঙে দিয়েছিলেন বুমরা। পর বল হাতেও কামাল দেখাচ্ছেন তিনি। ভারতের ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে স্বার্থপর এর মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলি-কে ফিরিয়ে দিয়েছেন সেই বুমরা।