আর বিরাট নন, রুটকেই এবার সর্বকালের সেরা বলে মেনে নিলেন বীরেন্দ্র সেওবাগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: থামবার যেন নামই নিচ্ছেন না প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট। অধিনায়ক থাকাকালীন যতটা ভয়ঙ্কর ছিলেন অধিনায়কত্ব যাওয়ার পর ঠিক ততটাই দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি। এজবাস্টনে ম্যাচের পঞ্চম দিন ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এবং স্মরণীয় একটা জটিল নিজের শতরান দিয়ে স্মরণীয় করে রাখলেন তিনি।

২০২১ এর শুরু থেকে আজ অব্দি মোট ১১ টি টেস্ট শতরান করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। গত দুই বছরে ফ্যাব ফুলের বাকি সদস্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। গত দুই বছরে যেখানে কোন শতরানই পাননি বিরাট সেখানে ১১ টি শতরান করা রুট এখন নিজের ফর্মের তুঙ্গে রয়েছে।এই মুহূর্তে বলাই যায় যে জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ইংরেজ তারকা। ফ্যাব ফোরের অপর দুই সদস্য স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসন এই দুই বছরে মাত্র একটি শতরান করতে পেরেছেন।

রুটের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে অভিভূত প্রাক্তন ক্রিকেটাররা। তার দেশের প্রাক্তন তারকা মাইকেল ভন থেকে শুরু করে গ্রেম সোয়ানরা তাকে তো শুভেচ্ছা জানিয়েছেই, তাদের সঙ্গে সঙ্গে ভারতীয় প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওবাগও রুটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। রুটকে তিনি রান মেশিন এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাটসম্যান এমনকি কোহলি ও স্টিভ স্মিথ এর থেকেও এগিয়ে রাখছেন।

১৩৬ বলে আজকে নিজের শতরান পূর্ণ করেছেন রুট। তিনি নিজের শতরান পূর্ণ করার পর গোটা এজবাস্টনে দর্শকরা ভারতীয় ইংরেজ নির্বিশেষে উঠে দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার ২৮ তম শতরান। বিরাট কোহলি (২৭) এবং স্টিভ স্মিথকে (২৭) পেছনে ফেলে এগিয়ে গেলেন তিনি। এছাড়া বিরাট কোহলির গড়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কোনও ব্যাটারের করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর