কোন বিধায়ক কাকে চাকরি দিয়েছেন, সেই লিস্ট আমার কাছে আছে! ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ শাসকদলের বিরুদ্ধে ফের একবার আক্রমণাত্মক মেজাজে দেখা গেল বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বিগত বেশ কয়েকদিন ধরে বাংলার রাজনীতিতে দিলীপ বনাম তৃণমূল কংগ্রেস(TMC) দ্বন্দ্ব অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় বিজেপি নেতাকে আর এ দিন সেই প্রসঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর গলায় উঠে এলো চাকরি দুর্নীতি সহ দেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ।

সাম্প্রতিককালে চাকরি দুর্নীতি মামলায় একের পর এক নতুন তথ্য সামনে এসে চলেছে, যা নিয়ে ক্রমশ দেওয়ালে পিঠ ঠেকেছে শাসকদলের। এর মাঝেই আবার এইমস চাকরি দুর্নীতিতে নাম জড়ায় দুই বিজেপি বিধায়কের। এক্ষেত্রে বাঁকুড়ায় এক বিধায়কের কন্যা এবং চাকদহ বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এই প্রসঙ্গকে হাতিয়ার করে যখন রাজ্যে বিরোধী দলকে আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস, সেই সময় এদিন দিলীপ ঘোষ দাবি করলেন, “আমরা কেবলমাত্র স্বচ্ছ রাজনীতিতে ভরসা করি। যদি কেউ কোন মামলায় জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত হোক। তবে আমি এটাও বলে রাখতে চাই যে, আমার কাছে এমন একটি লিস্ট রয়েছে, যেখানে চাকরি থেকে শুরু করে সেই চাকরি যার পাওয়ার কথা এবং শেষ পর্যন্ত কাকে দেওয়া হয়েছে, সেই সব কিছু তথ্য রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতাকে। এরপরেই তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে নামে শাসক দল। সেই প্রসঙ্গে গতকাল দিলীপ ঘোষ বলেন, “বাংলায় যত আদালত এবং থানা রয়েছে, সব জায়গায় ওরা আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে। কিন্তু এসব চেষ্টা সত্বেও ওদের শূন্য হাতে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী যে সকল বিতর্কিত মন্তব্য করেন, তার বিরুদ্ধেই আমি কথা বলেছি। তৃণমূল দলের কারোর কোন কাজ নেই। সবকটা ওখানে চোর। নির্লজ্জ আর বেহায়ার দল।”

এদিন আক্রমণের সেই ধারা বজায় রেখে তিনি মন্তব্য করেন, “আমি রাজ্যের পুলিশমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেছি। যদি বাংলায় পুলিশের সাহস থাকে, তাহলে আমাকে জেলে ভরে দেখাক। এদিকে যে রাজ্যপালকে তারা ক্রমাগত কটু কথা বলে চলে, এখন তারা তাঁর কাছে গিয়েই নালিশ জানাচ্ছে।”

গতকাল দিলীপ ঘোষকে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, “নিল ডাউন করে রাখা উচিত।” এদিন সেই প্রসঙ্গটি উঠতে তৃণমূল নেতাকে কটাক্ষের সুরে দিলীপ বলেন, “নিল ডাউন করে ফেলা ব্যক্তিরা এই কথা বলবে। আমরা এরকম রাজনীতি করি না।”

Untitled design 2022 06 30T125639.817

উল্লেখ্য, আগামীকাল বাংলায় আসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে বিজেপির পদপ্রার্থী দ্রৌপদী বাংলায় এসে নিজের জন্য সমর্থনের কথা জানাবেন বলে খবর। সেই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, “দ্রৌপদীদেবী প্রতিটি রাজ্যে যাচ্ছেন। উনি জয়যুক্ত হলে এই প্রথম দেশে আদিবাসী এক মহিলা রাষ্ট্রপতি পদে বসবেন। কিন্তু অপরদিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যশবন্তকে মুরগি করেছেন। আমাদের পদপ্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, এদিকে বিরোধীদের মনোনয়নে হাজির ছিলেন না অনেকেই, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও যাননি।”

Sayan Das

সম্পর্কিত খবর