প্রথম গার্লফ্রেন্ডই বিদেশি! মিষ্টি মেয়েকে কাছে টেনে ঠোঁটে চুমু শুভশ্রী-পুত্র ইউভানের, ভাইরাল মিষ্টি ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বড় হয়ে যাচ্ছে ইউভান (Yuvaan)। আর ছোট্টটি নেই। দু বছর বয়স হওয়ার আগেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) একমাত্র পুত্র। বিদেশে ঘুরতে গিয়ে আরেক খুদের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে তার। কাছে ডেকে নতুন বান্ধবীকে আদরও করে দিয়েছে ইউভান। ব‍্যস, সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও।

জামাইকায় ঘুরতে গিয়েছেন রাজ শুভশ্রী। সঙ্গে ছোট্ট ইউভান। এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনজনে। সেখানেই দেখা আরেক খুদের সঙ্গে। ছোট্ট মেয়েটি নাকি কাঁদছিল। তাই তার মন ভাল করার দায়িত্ব নেয় ইউভান। নতুন বান্ধবীকে হাতছানি দিয়ে কাছে ডেকে নেয়।

Yuvaan
তারপর জড়িয়ে ধরে সে কী আদর! পাশ থেকে আবার শুভশ্রী বলেন, একটু চুমু খেয়ে নাও নতুন বান্ধবীকে। সঙ্গে সঙ্গে অদ্ভূত কায়দায় চুমু খেয়ে নেয় ইউভান। কাণ্ড দেখে রেস্তোরাঁর কর্মী ও অন‍্য খদ্দেররা হেসেই গড়াগড়ি। আদর করা হয়ে যেতেই আবার ঠেলে বান্ধবীকে সরিয়ে দেয় ইউভান।

Yuv
ছেলের কাণ্ডকারখানা ভিডিও করেছেন রাজ। আর তা শেয়ার করতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভালবাসা আর আদর। অভিনেত্রী বরখা বিশত প্রশ্ন করেছেন, এমন ভাবে চুমু খেতে শিখল কোত্থেকে ইউভান? আরেকজন লিখেছেন, ইউভান বড় হয়ে যাচ্ছে। প্রথম গার্লফ্রেন্ড।

রথযাত্রার দিনই আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। সেখান থেকে গিয়েছেন জামাইকা। কোথাও ঘুরতে গেলে অনুরাগীদের জন‍্য ছবি শেয়ার করতে ভোলেন না রাজ শুভশ্রী। এবারেও টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন দুজনে।

https://www.instagram.com/tv/CfwQu8PF___/?igshid=YmMyMTA2M2Y=

কলকাতা ছাড়ার সময়ে বিমানবন্দরের ভেতরে ইউভানের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। ঘুরতে যাওয়ার আনন্দে মশগুল খুদে। একা একাই ট্রলি টেনে হেঁটে যাচ্ছে, আবার কখনো এক লাফে গিয়ে উঠছে গাড়িতে। প্লেনের ভেতরে ছেলেকে পাশে বসিয়ে শুভশ্রীর সেলফি তোলার মুহূর্তটাও ক‍্যামেরাবন্দি করতে ভোলেননি রাজ।

ইউভানকে ছাড়া কোথাও যান না রাজ শুভশ্রী। সে দেশের মধ‍্যেই হোক বা বিদেশে। আসলে ইউভানের জনপ্রিয়তাও যে আকাশছোঁয়া। তাঁর দুষ্টুমিষ্টি কীর্তি দেখার জন‍্য অপেক্ষা করে থাকেন নেটিজেনরা। ইউভানের ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর