টার্গেট চব্বিশের লোকসভা, বাংলায় আসছেন গেরুয়া শিবিরের একাধিক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে চব্বিশের লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এর আগে গত একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে পদ্ম ঝড় তুলতে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা বাংলার মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু তারপরেও আশাপ্রদ ফল না হওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে কোন ত্রুটি রাখতে নারাজ গেরুয়া শিবির। তাই, এবার আগেভাগেই বিজেপির এক ঝাঁক নেতারা বাংলার মাটিতে পা রাখতে চলেছেন। তালিকার স্মৃতি ইরানি থেকে শুরু করে এসপি সিং বাঘেল, ধর্মেন্দ্র প্রধানের মত পোড়খাওয়া রাজনীতিবিদের নাম রয়েছে।

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১১ জুলাই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হুগলি ও তার সংলগ্ন এলাকায় গেরুয়া শিবিরের কর্মী এবং দলীয় নেতাদের সঙ্গে আসন্ন নির্বাচনকে ঘিরে জরুরী বৈঠকে বসবেন বলেই সূত্রের খবর।

bjp 13 1

এর পাশাপাশি, সোমবারেই রাজ্যে পা রাখছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল। মথুরাপুর এবং আরামবাগের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তার ম্যারাথন বৈঠক রয়েছে। তিনদিন ধরে চলবে এই জরুরি আলোচনা। এছাড়াও, বিশেষ দলীয় কর্মসূচি উপলক্ষে ধর্মেন্দ্র প্রধানও কলকাতাতেই থাকবেন আগামী কয়েকটা দিন। এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে গেরুয়া ঝড় তুলতে রাজ্যে আসছেন বিজেপির আরো এক কেন্দ্রীয় নেতৃত্ব তথা ত্রিপুরার জনপ্রিয় বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। শুধু তাই নয়, বীরেন্দ্র কুমার, পঙ্কজ চৌধুরির মত হেভিওয়েট নেতারাও লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কর্মী সমর্থক থেকে শুরু করে একালাবাসীর সঙ্গে বিশেষ আলোচনা করবেন বলেও জানা গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর