যেন সাক্ষাৎ ইন্দিরা গান্ধী! ‘এমারজেন্সি’র প্রথম ঝলকেই বোমা ফাটালেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: ঘাড় পর্যন্ত ছাঁটা কাঁচা পাকা চুল। আত্মবিশ্বাসে উজ্বল দুই চোখ। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে ছবিটি দেখে চমকে উঠেছিলেন নেটিজেনরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) কি পুনর্জন্ম হল নাকি? প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নতুন ভাবে দেখাতে চলেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তার জন‍্যই এতকিছু!

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে একটি ছবি বানাতে চলেছেন কঙ্গনা। ছবির নাম ‘এমারজেন্সি’। সদ‍্য একটি ছোট্ট ভিডিওতে প্রকাশ‍্যে এসেছে ছবিতে কঙ্গনার প্রথম লুক। আর তা দেখেই চমকিত নেটনাগরিকরা।

Kangana Ranaut PTI Image
১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে ইন্দিরা রূপে দেখা মিলেছে কঙ্গনার। সেই একই রকম আইকনিক হেয়ারস্টাইল, একই রকম শাড়ি এমনকি কথাবার্তাতেও মিল খুঁজে পেয়েছেন অনেকেই। নিন্দুকরাও স্বীকার করতে বাধ‍্য হয়েছেন, ইন্দিরা গান্ধী রূপে বেশ ভালোই মানিয়েছে কঙ্গনাকে।

‘ধাকড়’ ফ্লপের দুঃখ কাটিয়ে নতুন উদ‍্যমে কাজ শুরু করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই  ইন্দিরা গান্ধী হয়ে ওঠার সুদীর্ঘ প্রসেস এর কিছু অংশের ছবি শেয়ার করেছিলেন তিনি। হলিউড থেকে অস্কারজয়ী শিল্পীকে ডেকে এনেছেন কঙ্গনা। সঙ্গে ধন‍্যবাদ জানিয়েছেন হলিউডের শিল্পীকে।

https://www.instagram.com/p/Cf-rnETBRiz/?igshid=YmMyMTA2M2Y=

কঙ্গনা এও জানিয়েছেন, হলিউডের ওই মেকআপ আর্টিস্টের ঝুলিতে অস্কার ছাড়াও রয়েছে বাফটা পুরস্কার। ডার্কেস্ট আওয়ার, দ‍্য ব‍্যাটম‍্যান, ওয়ার্ল্ড ওয়ার জি এর মতো ছবির নেপথ‍্যে কাজ করেছেন তিনি।

https://www.instagram.com/tv/Cf-rvrGB6Oj/?igshid=YmMyMTA2M2Y=

গত বছরেই নিজের আগামী ছবি ‘এমার্জেন্সি’র ঘোষনা করেছিলেন কঙ্গনা। এই ছবিটিতেও অভিনয়ের পাশাপাশি পরিচালকের চেয়ারেও থাকবেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি ছবির উপরে কাজ করছিলেন তিনি।

তারপরেই তিনি উপলব্ধি করেন, তাঁর থেকে ভালভাবে কেউ পরিচালনা করতেই পারত না। ছবির চিত্রনাট‍্য লিখেছেন রিতেশ শাহ। এমারজেন্সি ছবিটিকে ইন্দিরা গান্ধীর বায়োপিক বলতে নারাজ কঙ্গনা। বরং তাঁর মতে, এটি একটি রাজনৈতিক ছবি যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বুঝতে সহায়তা করবে।

ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর গদিতে থাকাকালীন ১৯৭৫ সালে বিতর্কিত এমারজেন্সির সময়কার ঘটনবলী উঠে আসবে এই ছবিতে। আগামী বছর মুক্তি পেতে চলেছে ‘এমারজেন্সি’।


Niranjana Nag

সম্পর্কিত খবর