নর্দমা থেকে আবর্জনা ছুঁড়ে তুমুল ঝগড়া দুই মহিলার! ভাইরাল ভিডিও হাসি থামাতে পারবেন না

বাংলা হান্ট ডেস্ক: ঝগড়া এমনই একটি জিনিস যেটি যেকোনো মুহূর্তে এবং যেকোনো জায়গাতেই লেগে যেতে পারে। এমনকি, মাঝে মধ্যেই এই সংক্রান্ত নানান ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যেগুলি দেখে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। কিছুদিন আগেই বাসের মধ্যে সিটকে কেন্দ্র করে দুই বৃদ্ধের তুমুল ঝগড়ার ভিডিও আমরা প্রায় সকলেই দেখেছি। ঠিক সেই আবহেই এবার ফের সেই রকমই এক ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে।

মূলত, প্রায়শই প্রতিবেশীদের সাথে ঝগড়ার ঘটনার প্রসঙ্গ আমরা শুনতে পাই। এমনকি আমাদের বাড়ির চারপাশেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। তবে, আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি কার্যত পৌঁছে গিয়েছে এক চরম পর্যায়। যেখানে দুই মহিলা এমন সব কাণ্ড ঘটিয়েছেন যা রীতিমতো কল্পনাতীত। এমনকি একটা সময় নর্দমা থেকে আবর্জনা তুলেও ছোঁড়াছুঁড়ি করতে থাকেন তাঁরা। আর এই দৃশ্য দেখেই স্তম্ভিত হয়েছেন সকলে। পাশাপাশি উঠেছে হাসির রোলও।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সুযোগ পেলেই সময় কাটাতে ভালবাসি ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের মত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেটের পাশাপাশি পাওয়া যায় মজাদার সব পোস্ট এবং নিত্যনতুন ভাইরাল হওয়া ভিডিও। যেগুলি মূলত মনোরঞ্জনের জন্যই দেখতে পছন্দ করেন নেটিজেনরা। এমতাবস্থায়, এই ভিডিওটিতেও পাল্লা দিয়ে বাড়ছে দর্শক সংখ্যা।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, প্রথমে দুই মহিলা অত্যন্ত রাগান্বিত অবস্থায় ঝাঁটা দিয়ে আবর্জনা সরিয়ে একে অপরের বাড়ির সামনে ফেলে দিচ্ছেন। তারপরেই তাঁরা সবাইকে অবাক করে দিয়ে সরাসরি নর্দমা থেকে আবর্জনা তুলে একে অপরের বাড়ির ভেতরে ছুঁড়তে থাকেন। শুধু তাই নয়, সেখানে উপস্থিত এক যুবকের গায়েও সেই আবর্জনা ছুঁড়ে দেওয়া হয়। এদিকে, সেই যুবক ওই অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে থাকেন।

 

View this post on Instagram

 

A post shared by SAKHT LOGG 🔥 (@sakhtlogg)

আর এই ভিডিওটিই বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভিডিওটি sakhtlogg নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। যেটি দেখতে দর্শকরাও ভিড় জমাচ্ছেন। সর্বোপরি, ওই দুই মহিলার ঝগড়া দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি এমন দৃশ্য যে আগে তাঁরা দেখেননি তাও জানিয়েছেন অধিকাংশজন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর